শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
১৮২ বার পঠিত
রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল

---

কুমিল্লায় ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ফেনসিডিলসহ সুমন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা নগরীর চকবাজার ট্রাংক রোড এলাকার সিটি সুপার মার্কেট থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী সুমন হোসেন জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া মধ্যমপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি চকবাজার এলাকায় ফলের ব্যবসা করতেন।

রোববার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া। তিনি জানান, চকবাজার বকশী সুইটস অ্যান্ড ফল ভাণ্ডারের মালিক সুমন হোসেন ফলের ব্যবসার আড়ালে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে তার ফলের গুদামে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। এ সময় ওই গুদাম থেকে ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানায়, সীমান্ত থেকে মাদক পাচারকারী হাসানের সহযোগিতায় এসব মাদক সরবরাহ করে গুদামে সংরক্ষণ করে পরে তা খুচরা বিক্রি করতেন। পলাতক হাসানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মাদক ব্যবসায়ী সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।