শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
২০০ বার পঠিত
সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ

---

অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর গুলিতে প্রতিদিনই মরছে কেউ না কেউ। গত শুক্রবার (২ সেপ্টেম্বর) হেবরন শহরে এক যুবক নিহতের পর সোমবার (০৫ সেপ্টেম্বর) জেনিন শহরের কাছে আরও এক ফিলিস্তিনি যুবক নিহতের ঘটনা ঘটল। খবর আল জাজিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহর এবং এর উপকণ্ঠে অভিযানের সময় ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে।

জানা যায়, ওই যুবকের নাম তাহের মোহাম্মদ জাকারনেহ (১৯)। সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে জেনিনের দক্ষিণে কাবাতিয়া গ্রামে মাথায় ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার সময় ওই যুবক জীবিত ছিল। পরে কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার ভোরে জেনিন শহরের আশপাশে আবার অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী জেনিন এবং কাবাতিয়াতে সন্ত্রাস-বিরোধী অভিযান পরিচালনা করছে।

সোমবার দখলকৃত পশ্চিমতীরে ইসারাইলি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। জানা যায়, ইসরাইলি সেনাদের বহনকারী একটি বাসে এ হামলা চালানো হয়। এতে ইসরাইলের ৬ সেনা ও বাসের চালক আহত হয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, পালানোর সময় দুইজন সন্দেহভাজনকে এরই মধ্যে আটক করা হয়েছে। পশ্চিমতীরের জেনিন ও নাবলুসের মধ্যে এ ঘটনা ঘটে। এ দুই শহরে গত কয়েক মাস ধরে ইসরাইলি বাহিনী ভয়াবহ তল্লাশি অভিযান চালাচ্ছে।

গত ২ সেপ্টেম্বর হেবরন শহরের উত্তর-পূর্বাঞ্চলে শরণার্থী শিবিরে অভিযানের সময় এক যুবককে গুলি করে ইসরাইলি বাহিনী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, এদিন পশ্চিমতীরের শরণার্থী শিবিরে সেনারা অভিযান চালালে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এ সময় বহু মানুষ আহত হয়।

ইসরাইলের সামরিক বাহিনী এক টুইটবার্তায় জানায়, ঘটনাটি কিরিয়াত আরবাস শহরের কাছে ঘটেছিল যখন ওই ব্যক্তি ছুরি নিয়ে এক ইসরাইলি সেনাকে আহত করে। ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত দিয়ে বলেছে, ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার পর ওই ব্যক্তিকে মাটিতে শুয়ে রেখেছিল এবং চিকিৎসক ও লোকজনকে তার কাছে পৌঁছাতে বাধা দেয়।

এর আগে ৩১ আগস্ট অভিযান চলাকালীন দুই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী। আলাদা দুই অভিযানে তাদের হত্যা করা হয়। স্থানীয়রা জানান, বিনা কারণে সামের খালেদ (২৫) ও ইয়াযান আফানেহ (২৬) নামে দুই যুবককে গুলি করে হত্যা করে তারা।



আর্কাইভ