শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
N2N Online TV
রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
৩৫৩ বার পঠিত
রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার

---

যশোরের বেনাপোলে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— বেনাপোলের শিকড়ী গ্রামের ইউনুচ আলীর ছেলে আনোয়ার ওরফে আনার, বারোপোতা গ্রামের মুন্তাজ আলীর ছেলে রিয়াজুল ইসলাম ও শফি মেম্বার, নওশেরের ছেলে নেওয়াজ শরীফ, মহিসাডাঙ্গা গ্রামের জাহান আলীর ছেলে ওহিদুজ্জামান, মনতাজ আলীর ছেলে মোকেছুর, ছোটআচড়া গ্রামের রাজ্জাকের ছেলে শরিফুল, ভবেরবেড় গ্রামের সোহেল রানার স্ত্রী অনন্যা বেগম, লিয়াকত হোসেনের স্ত্রী রোমেছা পারভীন, কামাল হোসেনের ছেলে মিকাইল হোসেন, আজগরের ছেলে মোস্তাক, দিঘিরপাড় গ্রামের আজগর সরদারের ছেলে জসিম সরদার, গোলাম হোসেনের ছেলে নুরুজ্জামান, হবির ছেলে হাবিবুর রহমান ও আমিনুর হোসেনে ছেলে হাবিবুর রহমান।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার পালাতক আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ১৪ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের যশোর জেলহাজতে পাঠানো হয়েছে।



আর্কাইভ