বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » নাটোরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ
নাটোরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ
জেলার বড়াইগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আজ সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রদত্ত স্মার্ট কার্ড ও সনদ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কার্ড ও সনদ হস্তান্তর অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার স্মার্ট কার্ড এবং সনদ প্রদানের মাধ্যমে তাদেরকে সম্মানীত করছে। এ কার্ডের মাধ্যমে তাদের নাগরিক সেবা প্রাপ্তি সহজ হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলার ১৯০ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে জীবিত মুক্তিযোদ্ধাগণ কার্ড ও সনদ পাচ্ছেন এবং মৃত মুক্তিযোদ্ধাগণ শুধুমাত্র সনদ পাচ্ছেন। এ কার্ড ব্যবহার করে তাঁরা চিকিৎসা, পরিবহন, পোষ্য কোটার ভর্ত্তি ও চাকুরী ইত্যাদি সুবিধা পাবেন।