শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » গোল্ডেন মনিরের বিচার শুরু
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » গোল্ডেন মনিরের বিচার শুরু
২১১ বার পঠিত
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোল্ডেন মনিরের বিচার শুরু

---

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ সামিদুল ইসলাম আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন।

সকালে তাকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি হয়। এসময় আসামিপক্ষের আইনজীবী তাকে নির্দোষ দাবি করে মামলা দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান।

এদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির অব্যাহতির খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

প্রসঙ্গত, বিদেশি মদ উদ্ধারের ঘটনায় ২০২০ সালের ২২ ডিসেম্বর মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বাড্ডা থানায় মামলা হয়। গত বছরের ২০ জানুয়ারি মনিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়। পরে আদালত অভিযোগপত্র আমলে নেন। এরপর বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আদালত মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

মাদকদ্রব্য ছাড়াও গোল্ডেন মনিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে। এই মামলায় গত বছরের ১০ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই বছরের ২৬ জানুয়ারি এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

গত শতকের নব্বইয়ের দশকে রাজধানীর গাউছিয়া মার্কেটে কাপড়ের দোকানের বিক্রয়কর্মী ছিলেন মনির। পরে তিনি মৌচাক মার্কেটে ক্রোকারিজের দোকানে চাকরি নেন। একপর্যায়ে তিনি বিমানবন্দরকেন্দ্রিক লাগেজ পার্টি ও সোনার চোরাচালানে জড়িয়ে পড়েন। পরিচিতি পান ‘গোল্ডেন মনির’ নামে।

সোনা চোরাচালানের মাধ্যমে অর্থবিত্তের মালিক হওয়ার পর মনির কবজায় নেন রাজউক। কারসাজির মাধ্যমে মালিক হন একের পর এক প্লটের। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মনিরের সখ্য ছিল।

রাজধানীর মেরুল বাড্ডায় ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর সড়কে মনিরের ৬ তলা বাড়ি আছে। ২০২০ সালের নভেম্বরে সেখানে অভিযান চালিয়ে গুলিসহ বিদেশি পিস্তল, ৪ লিটার বিদেশি মদ, ৩২টি নকল সিল, ৮ লাখ টাকার বেশি মূল্যমানের বিদেশি মুদ্রা, ৬০০ ভরি স্বর্ণালংকার ও ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করার কথা জানায় র‍্যাব। একইসঙ্গে মনিরকে গ্রেফতার করা হয়।