শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
রবিবার, ৩ জুলাই ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » নানা আয়োজনে ১৫৫তম কানাডা ডে উদ্‌যাপন
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » নানা আয়োজনে ১৫৫তম কানাডা ডে উদ্‌যাপন
১৩৫ বার পঠিত
রবিবার, ৩ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নানা আয়োজনে ১৫৫তম কানাডা ডে উদ্‌যাপন

---

নানা আয়োজনে ১৫৫তম কানাডা ডে উদ্‌যাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি সংগঠন এনবিসিসির উদ্যোগে ব্যাপক আয়োজন করা হয়।

আগামী দিনে কানাডিয়ানদের সুখ ও শান্তির প্রত্যাশায় উদ্‌যাপিত হলো ১৫৫তম কানাডা ডে। প্রতিবছরের মতো এ বছরও কানাডা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ন্যাশনাল বাংলাদেশি কানাডিয়ান কাউন্সিল বা এনবিসিসির উদ্যোগে ব্যাপক আয়োজন করা হয়।

প্রতি বছর ১ জুলাই কানাডিয়ান ন্যাশনাল ডে বা কানাডা ডে উদ্‌যাপন করা হয়। ১৮৬৭ সালের এই দিনে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কানাডা। এরপর থেকেই স্বাধীন জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে পালন করে আসছে কানাডিয়ানরা।

বছরের বেশির ভাগ সময়ই বরফাচ্ছন্ন কানাডা আয়তনের দিক থেকে ৯ হাজার ৯৮৫ মিলিয়ন কিলোমিটার হলেও জনসংখ্যা মাত্র ৩৮ মিলিয়ন। যার রয়েছে ১০টি প্রভিন্স এবং ৩টি টেরিটোরিজ। ১৯৭১ সালে কানাডাই বিশ্বের প্রথম দেশ হিসেবে ঘোষণা দেয় মাল্টিকালচারিজমের, যার মূলমন্ত্র হলো সব নাগরিকের সমান অধিকার ও দায়িত্ব।

মন্ট্রিয়লের বাংলাদেশি-অধ্যুষিত পার্ক এক্সটেনশনের কেন্দ্রবিন্দু ”প্যালেস ডি লা গারে–জেন–টালন”, উদ্যানে সারাদিন নাচ গানসহ বিভিন্ন অনুষ্ঠান চলে। এতে মেক্সিকো, তাঞ্জানিয়া, হাইতি, ইন্ডিয়া, পাকিস্তানসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

সেখানে বসবাসরত একজন বাংলাদেশি বলেন, আমরা সব বাংলাদেশি আজ এখানে উদ্‌যাপন করছি। ছোট ছোট বাচ্চারা এসেছে এবং তারা দিনটি উপভোগ করছে।

আরেক প্রবাসী বলেন, অনেক বাংলাদেশি এসেছে। আজকে অনেক দিন পরে অনেকেই এখানে এসেছে। অনেকের সঙ্গে দেখা হয়েছে। কোভিডের পর অনেকের সঙ্গে দেখা হয়নি। আমাদের মাঝে এই চর্চাটা জরুরি।

এনবিসিসির প্রধান মনির হোসেন বাবলুর আয়োজনে নাজিয়া হোসেন ও সামিহা হোসেনের পরিচালনায় কানাডা ডে এর আনন্দ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শুভেচ্ছাবাণী পাঠ করা হয়।



আর্কাইভ