শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ২৭ জুন ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » অধিনায়ক হিসেবে যে রেকর্ড গড়লেন পান্ডিয়া
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » অধিনায়ক হিসেবে যে রেকর্ড গড়লেন পান্ডিয়া
১৫৮ বার পঠিত
সোমবার, ২৭ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অধিনায়ক হিসেবে যে রেকর্ড গড়লেন পান্ডিয়া

---

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়কত্ব পেয়েছেন হার্দিক পান্ডিয়া। রোববার (২৬ জুন) পান্ডিয়ার অধীনে প্রথম ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। সেই ম্যাচে অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছেন পান্ডিয়া। যা আগে কোনো ভারতীয় অধিনায়ক টি-টোয়েন্টিতে করতে পারেননি।

মালাহাইডের দা ভিলেজে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি হয়েছিল ১২ ওভারের। যেখানে প্রথমে ব্যাটিং করে আইরিশরা করেন ১০৮ রান। জবাবে ভারতের ব্যাটরদের ঝড়ে উড়ে যায় আয়ারল্যান্ড। ৭ উইকেটের সহজ জয় পায় সফরকারীরা।

ওভারপ্রতি প্রায় নয় রানের চাহিদায় খেলতে নামা ভারতের লক্ষ্যপূরণ সহজ করেন অধিনায়ক হার্দিক। দীপক হুদার সঙ্গে ৫.১ ওভারে ৬৪ রান যোগ করার পথে হার্দিক খেলেন ১২ বলে ২৪ রানের ইনিংস। তবে ব্যাট হাতে নয়, হার্দিক মূলত ইতিহাস গড়েছেন বল হাতে, ম্যাচের প্রথম ইনিংসে।

কার্টেইল ওভার ম্যাচটিতে দুই ওভার বোলিং করে ২৬ রান খরচায় একটি উইকেট নিয়েছেন হার্দিক। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়কদের মধ্যে উইকেট নেয়ার প্রথম নজির। এর আগে ভারতের ১৬৪ ম্যাচে আর কোনো অধিনায়ক উইকেটের দেখা পাননি। কারণ এর আগে যারাই ভারতের অধিনায়ক হয়েছেন তারা কেউই বোলিং করেননি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের নবম অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তার আগে দলকে নেতৃত্ব দিয়েছেন ভিরেন্দর শেবাগ, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান ও রিশভ পন্ত। তাদের কেউই উইকেট নিতে পারেননি। যা করে দেখালেন হার্দিক পান্ডিয়া।



আর্কাইভ