মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ইউএস ওপেন বিজয়ী রাদুকানু একলাফে র্যাঙ্কিংয়ের ১২৭ ধাপ উপরে উঠে এসেছেন
ইউএস ওপেন বিজয়ী রাদুকানু একলাফে র্যাঙ্কিংয়ের ১২৭ ধাপ উপরে উঠে এসেছেন
ইউএস ওপেন বিজয়ী ব্রিটিশ টিন এজার এমা রাদুকানু ডব্লিউটিএ বিশ্ব র্যাঙ্কিংয়ের একলাফে ১২৭ ধাপ উপরে উঠে ২৩ নম্বর স্থান দখল করেছেন।
১৮ বছর বয়সী এই ব্রিটিশ তরুনী প্রথম খেলোয়াড় হিসেবে কোয়ালিফাইং থেকে এসে গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। শনিবার আরেক টিন এজার কানাডিয়ান ১৯ বছর বয়সী লেইলা ফার্নান্দেজকে ৬-৪, ৬-৩ গেমের সরাসরি সেটে পরাজিত করে ইউএস ওপেনের শিরোপা জয় করেন এমা রাদুকানু। ফার্নান্দেজও ফাইনালে খেলার সুবাদে ৪৫ ধাপ উপরে উঠে র্যাঙ্কিংয়ের ২৮তম স্থান দখল করেছেন।
বিশ্বের সাবেক এক নম্বর তারকা জাপানীজ নাওমি ওসাকা দুই ধাপ নীচে পঞ্চম স্থানে নেমে গেছেন।
১০০৭৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটি যথারীতি ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান এ্যাশলে বার্টি।
দুই বছর আগে ইউএস ওপেন বিজয়ী সুইজারল্যান্ডের বিয়ানকা আন্দ্রেসকু ১৩ ধাপ নীচে ২০তম স্থানে নেমে গেছেন। এবারের টুর্নামেন্টে তিনি চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন।
১৭ বছর বয়সী মার্কিন তরুনী কোরি গফ শীর্ষ ২০’এ উঠে এসেছেন।
ডব্লিউটিএ শীর্ষ ১০ তালিকা :
১. এ্যাশলে বার্টি (অস্ট্রেলিয়া) ১০০৭৫ রেটিং পয়েন্ট
২. আরিনা সাবালেঙ্কা (বেলারুশ) ৭৭২০
৩. ক্যারোলিনা প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র) ৫৩১৫
৪. এলিনা সেভিতোলিনা (ইউক্রেন) ৪৮৬০
৫. নাওমি ওসাকা (জাপান) ৪৭৯৬
৬. সোফিয়া কেনিন (যুক্তরাষ্ট্র) ৪৬৯২
৭. বারবোরা ক্রেসিকোভা (চেক প্রজাতন্ত্র) ৪৬৬৮
৮. ইগা সোয়াইটেক (পোল্যান্ড) ৪৫৭১
৯. গারবিন মুগুরুজা (স্পেন) ৪৩৮০
১০. পেট্রা কেভিতোভা (চেক প্রহাতন্ত্র) ৪০৬০