সোমবার, ২০ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » ‘সাপকে বিশ্বাস করা যায়, বিএনপি-জামাতকে নয়’
‘সাপকে বিশ্বাস করা যায়, বিএনপি-জামাতকে নয়’
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জাত সাপকে বিশ্বাস করা যায়, বিএনপি-জামাতকে বিশ্বাস করা যায় না।
সোমবার (২০ জুন) দুপুরে রাজধানীর শ্যামলীতে ইউনিট কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ মানুষের জন্যে কাজ করে। আওয়ামী লীগ কথা বলে কম, কাজ করে বেশি আর বিএনপি কথা বলে বেশি, জনগনের জন্য কাজ করে না।
দেশের বিভিন্ন স্থানের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী বলেও তুলে ধরেন তিনি।
পদ্মা সেতু নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। আওয়ামী লীগ কারো রক্ত চক্ষুকে ভয় পায় না।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই অনুষ্ঠানকে সফলভাবে সম্পন্ন করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান তিনি।