সোমবার, ২০ জুন ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | শিরোনাম » সৌদিকে টপকে চীনের বৃহৎ আমদানিকারক রাশিয়া
সৌদিকে টপকে চীনের বৃহৎ আমদানিকারক রাশিয়া
চীনে জ্বালানি তেল আমদানিতে সৌদি আরবকে টপকে শীর্ষস্থানে অবস্থান করছে রাশিয়া। চলতি বছরের মে মাসে কেবল রাশিয়া থেকে চীন ৫৫ শতাংশ জ্বালানি তেল আমদানি করেছে।
সৌদি আরব ছিল চীনের সর্ববৃহৎ তেল আমদানিকারক। কিন্তু রুশ-ইউক্রেন সংঘাত বদলে দিয়েছে পরিসংখ্যান। রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে তেল পেয়ে সৌদি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে চীন।
রাশিয়ার পূর্ব সাইবেরিয়া প্রশান্ত মহাসাগরীয় পাইপলাইন থেকে এখন পর্যন্ত ৮ দশমিক ৪২ মিলিয়ন টন জ্বালানি তেল আমদানি করেছে চীন। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কাস্টমস ডাটা থেকে এ তথ্য পাওয়া যায়।
চলতি বছরের এপ্রিলে প্রতিদিন রুশ পাইপলাইন থেকে চীনের তেল আমদানির পরিমাণ ছিল ১ দশমিক ৫৯ বিলিয়ন ব্যারেল। সস্তায় তেল পেয়ে মে মাসে এ আমদানির পরিমাণ বেড়ে দাঁড়ায় ১ দশমিক ৯৮ ব্যারেলে।
পরিসংখ্যান থেকে সহজেই বোঝা যায়, রাশিয়া তার নতুন ক্রেতা খুঁজে নিয়েছে। এতে করে পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞায় খুব একটা ঝামেলা পোহাতে হচ্ছে না রাশিয়াকে। উল্টো রাশিয়ার জ্বালানি তেলের ওপরে নিষেধাজ্ঞা দিয়ে বিপদে পড়েছে ইউরোপীয় দেশগুলো।
এদিকে এপ্রিলে প্রতিদিন সৌদি থেকে চীন জ্বালানি তেল আমদানি করেছে ২ দশমিক ১৭ মিলিয়ন ব্যারেল। মে মাসে এসে এ আমদানির পরিমাণ কমে দাঁড়ায় প্রতিদিন ১ দশমিক ৮৪ মিলিয়ন ব্যারেলে। এতে করে মে মাসে প্রতিদিন তেল রফতানিতে রাশিয়া সৌদির থেকে শূন্য দশমিক ১৪ বিলিয়ন ব্যারেল এগিয়ে যায়।
রাশিয়া ছাড়াও চীন সস্তায় ইরান ও ভেনিজুয়েলা থেকে তেল আমদানি করছে। গত মাসে কেবল ইরান থেকেই চীনের জ্বালানি তেল আমদানির পরিমাণ ২ লাখ ৬০ হাজার টন। ইরানের তেলের ওপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকার পরেও এর তোয়াক্কা করছে না চীন। বর্তমানে চীনের ৭ শতাংশ জ্বালানি তেলের জোগান দিচ্ছে ইরান।
গত বছরের সঙ্গে তুলনা করলে চলতি বছরে মে মাস পর্যন্ত চীনের জ্বালানি তেল আমদানি বেড়েছে ১২ শতাংশ। ২০২১ সালে চীন প্রতিদিন গড়ে ১০ দশমিক ৩ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করত, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৮ মিলিয়ন ব্যারেলে।
সূত্র: রয়টারর্স