শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
রবিবার, ১৯ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » বন্যার প্রধান কারণ জানালেন স্থানীয় সরকার মন্ত্রী
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » বন্যার প্রধান কারণ জানালেন স্থানীয় সরকার মন্ত্রী
১২৬ বার পঠিত
রবিবার, ১৯ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্যার প্রধান কারণ জানালেন স্থানীয় সরকার মন্ত্রী

---

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সুনামগঞ্জসহ সিলেটের বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার প্রধান কারণ বৃষ্টির পানির পাশাপাশি উজানের ঢল। বন্যা নিয়ে কোনো সংস্থা সঠিক পূর্বাভাস দিতে পারেনি। তাই বন্যা পরিস্থিতি কোন পর্যায়ে যাবে, তা বলা যায় না। তবে প্রস্তুতি যতটা নেয়া যায়, নেয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন তিনি।

রোববার (১৯ জুন) ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা বলেন তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনামগঞ্জের বিভিন্ন এলাকার কয়েকটি রাস্তা কাটা হয়েছে। এর ফলে পানি সহজে নেমে যাচ্ছে। আরও কোথাও রাস্তা কাটার প্রয়োজন হলে কাটা হবে।

পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে বলে উল্লেখ করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বন্যা মোকাবিলায় একটি কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী ৩০ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবে। এর পরে প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে।

তিনি বলেন, ‘নিম্নাঞ্চলগুলো দ্রত প্লাবিত হয়। আমরা এখন সব কাজ করে ফেলতে পেরেছি, এ কথাটি সঠিক নয়। কিছু কিছু জায়গা উদ্ধার করা হয়েছে। কিছু কিছু খাল খনন করা হয়েছে এবং তা এখনো চলছে। সেই সঙ্গে উদ্ধারের কাজ চলছে। এর মানে এ নয় যে, আমরা সন্তুষ্ট বা আমাদের কাজ শেষ হয়ে গেছে। যেসব নতুন সিটি করপোরেশনে আওতাভুক্ত এলাকা রয়েছে, যার বেশির ভাগই নিম্নাঞ্চল, সেখানে অবকাঠোমোগত সমস্যা রয়েছে, সেগুলোর উন্নয়নে ইতোমধ্যে প্রায় চার হাজার কোটি টাকা বেশি অর্থায়নের একটি প্রকল্প পাস করা হয়েছে। এটির কাজও চলমান। প্রকল্পের কাজ শেষ হলে আশা করি সেখানে অবস্থার উন্নয়ন হবে।’

বন্যা হবে, তবে কতটুকু হবে, সে পূর্বাভাস আমাদের কোনো সংস্থা দেয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৯৮ সালে আমরা মোকাবিলা করেছি। এর আগে বহুবার মোকাবিলা করেছি। ৯৮ সালে তো সারা বাংলাদেশ প্লাবিত হয়ে গিয়েছিল। অনেকে বলেছিল ২ কোটি মানুষ মারা যাবে। কিন্তু প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন। সে সময় সব প্রস্তুতি নেয়া হয়েছিল। প্রধানমন্ত্রী গোটা জাতির দায়িত্ব নিয়েছেন এবং যে দায়িত্ব পালনের জন্য যা যা যেখানে যেখানে করা দরকার তা করা হচ্ছে।’

বন্যা পরিস্থিতি অবনতির বিষয়ে তিনি বলেন, ‘যেকোনো পরিস্থিতির জন্যই আমরা আশঙ্কা করতে পারি। কিন্তু খারাপ কিছুর জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। আমাদের অপ্রস্তুত থাকা উচিত নয়। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি।’

ঢাকা শহরে ডেঙ্গুর বিষয়ে সরকারের প্রস্তুতি নিয়ে মন্ত্রী বলেন, ‘ডেঙ্গুর বিষয়ে আমরা সাধারণত মার্চ ও এপ্রিল থেকে ব্যবস্থা গ্রহণ করি। এবারও সে উদ্যোগ নেয়া হয়েছে। উভয় মেয়র এ নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছেন।’



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ