রবিবার, ১৯ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » স্বামীর বাড়িতে গৃহবধূকে হারপিক খাইয়ে হত্যার অভিযোগ
স্বামীর বাড়িতে গৃহবধূকে হারপিক খাইয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উর্মিলা আক্তার (১৮) নামে এক গৃহবধূকে স্বামীর বাড়িতে হারপিক খাইয়ে হত্যার অভিযোগ ওঠেছে। শনিবার (১৯ জুন) রাতে আশুগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত উর্মিলা একই উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।
উর্মিলার মা কল্পনা বেগম অভিযোগ করে বলেন, “তিন বছর আগে আমার মেয়ের আশুগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে মো. আনিসের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে টাকার জন্য শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই তাকে মারধর করতে। আমাদের বাড়িতে আসতে তাকে বাধা দিত।
“এর ধারাবাহিকতায় শনিবার রাতে আবারও আমার মেয়েকে তারা মারধর করে। পরে তার মুখে চাপ দিয়ে জোর করে টয়লেট ক্লিনার ‘হারপিক’ খাইয়ে দেয়। মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসার পর আমাদের জানালে আমরা দ্রুত হাসপাতালে আসি।”
তিনি বলেন, ‘আমরা হাসপাতালে আসার পরই স্বামীর বাড়ির লোকজন আমার মেয়েকে রেখে হাসপাতাল থেকে পালিয়ে যায়। এর অল্প কিছুক্ষণ পরেই আমার মেয়ে মারা যায়। আমি এ ঘটনায় আমার মেয়ের জামাইসহ শ্বশুরবাড়ির লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এ সময় উর্মিলার চাচা আনোয়ার হোসেন বলেন, ‘বিয়ের পর থেকে উর্মিলার দাম্পত্য জীবন সুখের ছিল না। টাকার জন্য তার শ্বশুরবাড়ির লোকজন তাকে প্রায়ই মারধর করত। বাপের বাড়িতে আসতে দিত না। শনিবার (১৮ জুন) রাতেও প্রথমে মারধর করে পরে হারপিক খাইয়ে তারা আমার ভাতিজিকে হত্যা করেছে। আমরা এ ঘটনার বিচার দাবি করছি।’
এ ব্যাপারে নিহত গৃহবধূ উর্মিলার স্বামী মো. আনিসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ঘটনা সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুজন চন্দ্র পাল বলেন, ‘এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে পয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’