শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
বুধবার, ১৫ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
২৭০ বার পঠিত
বুধবার, ১৫ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

---

এজেন্ট এবং ভোটারদের বাধা দেয়াসহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেছে নোয়াখালী হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী মুশফিকুর রহমান।

বুধবার (১৫ জুন) দুপুর ১২টায় ভোট চলাকালীন নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

এ সময় মুশফিকুর রহমান বলেন, নির্বাচনী প্রচারণার শুরু থেকে হাতিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলীর অনুসারীরা নানাভাবে তাকে হয়রানি করে আসছে। এসব ঘটনায় প্রশাসনকে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি তিনি। সবশেষ নির্বাচনী মাঠে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সুষ্ঠু ভোটের আশ্বাসে বুধবার অনুষ্ঠিত ভোটে অংশগ্রহণ করেন তিনি। কিন্তু সকাল থেকে ভোটকেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। পথে পথে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেনের সমর্থকরা।

এ বিষয়ে প্রশাসনকে মৌখিকভাবে একাধিকবার জানালেও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। ফলে ভোট বর্জন করতে বাধ্য হন তিনি।

ঘোড়া প্রতীকের এ প্রার্থী সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের দাবি জানান তিনি।



আর্কাইভ