শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ১৫ জুন ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » হাঙ্গেরির বিপক্ষে এক হালি গোল হজম করল ইংল্যান্ড
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » হাঙ্গেরির বিপক্ষে এক হালি গোল হজম করল ইংল্যান্ড
২৪৩ বার পঠিত
বুধবার, ১৫ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাঙ্গেরির বিপক্ষে এক হালি গোল হজম করল ইংল্যান্ড

---

কাতার বিশ্বকাপ দোরগোড়ায়। এরই মধ্যে বাজে নজির রেখেই চলেছে ইংল্যান্ড। উয়েফা নেশন্স লিগে টানা দুই ম্যাচে ড্রয়ের পর হাঙ্গেরির বিপক্ষে এক হালি গোল হজম করল গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ‘সি’ গ্রুপে আগের দেখায়ও হাঙ্গেরির বিপক্ষে হেরেছিল তারা।

মঙ্গলবার (১৪ জুন) উলভারহ্যাম্পটনের মাঠে বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে পিছিয়ে ছিল হ্যারি কেইন বাহিনী। ১৬ মিনিটে একটি গোলও হজম করে বসে তারা। ডিফেন্ডার অ্যাডাম লাংয়ের পাস থেকে এ সময় হাঙ্গেরিকে এগিয়ে নেন রোলান্ড সাল্লাই। বিরতির আগে আর কোনো দলই গোলের দেখা পায়নি। হাঙ্গেরির দ্বিতীয় গোলটিও আসে সাল্লাইয়ের পা থেকে। তাতে সহায়তা করেন মার্টিন অ্যাডাম।

হাঙ্গেরি পরের দুটি গোল করে মাত্র ৯ মিনিটের ব্যবধানে। ৮০ মিনিটে ন্যাগি জাল খুঁজে নেয়ার পর লক্ষ্যভেদ করেন ড্যানিয়েল গ্যাজডেগও। ৮২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জন স্টোনস। বলতে গেলে বড় ধরনের একটা ধাক্কাই খেল থ্রি লায়ন্সরা।

এ হারের ফলে নেশন্স লিগের ‘সি’ গ্রুপে টেবিলে সবার তলানিতে ইংল্যান্ড। ৪ ম্যাচে তাদের পয়েন্ট কেবল ২। আর ৭ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে রয়েছে হাঙ্গেরি। দুই নম্বরে থাকা জার্মানির পয়েন্ট ৬ ও তিন নম্বরে থাকা ইতালির পয়েন্ট ৫।



আর্কাইভ