শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
মঙ্গলবার, ১৪ জুন ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নেশনস লিগ: রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে জার্মানি-ইতালি
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নেশনস লিগ: রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে জার্মানি-ইতালি
২৫৮ বার পঠিত
মঙ্গলবার, ১৪ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেশনস লিগ: রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে জার্মানি-ইতালি

---

উয়েফা নেশনস লিগে রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও ইতালি। ইউরোপের দুই পরাশক্তির লড়াই নিয়ে রোমাঞ্চিত ফুটবল দুনিয়া। বরুশিয়া পার্কে ম্যাচ শুরু হবে রাত পৌনে ১টায়। আরেক ম্যাচে, মলিনাক্স স্টেডিয়ামে একই সময় হাঙ্গেরির বিপক্ষে লড়বে ধুঁকতে থাকা ইংল্যান্ড।

ইউরোপের দুই পাওয়ার হাউস জার্মানি ও ইতালি। একটা সময় ছিলো যখন ফুটবল বিশ্ব শাসন করেছে আজ্জুরি ও ডাইমানশাফট। কিন্তু গেল কয়েক বছরে প্রত্যাশিত সাফল্য পাচ্ছেনা দুদল। রাশিয়া বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়েও গ্রুপ পর্ব থেকে বাজে বিদায়ঘণ্টা জার্মানদের। ইতালি তো টিকিটই পায়নি রাশিয়ার। টানা আরো একটি বিশ্বকাপেও বাছাইপর্ব পেরোতে পারেনি ইতালি। ক’দিন আগে ফিনালিসিমাতেও আর্জেন্টিনার কাছে ধরাশায়ী হয়ে আজ্জুরিরা। নেশনস লিগ দু’দলের জন্যই হারিয়ে খোঁজার মিশন।

মুনশেনগ্লাডবাখে অনুশীলনে জার্মান কোচের চোখেমুখে চিন্তার ছাপ। উয়েফা নেশনস লিগের তিনম্যাচ সহ টানা চার ম্যাচে ড্রয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে জার্মানি। নেমনস লিগে ইতালি, ইংল্যান্ড ও হাঙ্গেরির সঙ্গে টানা ড্র। প্রতিপক্ষের জ্বালে ফুটবলাররা তিন ম্যাচে গোল পেয়েছে মাত্র তিনটি। হজমও করেছে তিনটি। সব মিলিয়ে লিগ ‘এ’ এর গ্রুপ থ্রিতে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ধুঁকছে তারা। টিকে থাকতে চাইলে জয় পেতেই হবে। ইতালিকে হারিয়ে আসরে প্রথম জয়ের খোঁজে জার্মানির কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচের আগে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন সার্জি গ্যানারব্রি ও মার্কো রিউস।

জার্মানি কোচ ফ্লিক বলেন, ‘ফুটবলারদের মাঝে আত্মবিশ্বাস ফিরিয়ে জয় চাই আমরা। এ ছাড়া কোনো বিকল্প নেই। ইতালির বিপক্ষে ক’দিন আগে খেলেছি আমরা। আশা করছি এ ম্যাচে পথ হারাবে না দল।’

প্রতিপক্ষ ইতালির অবস্থা সে তুলনায় কিছুটা ভালো। তিন ম্যাচে দুই জয় আর এক ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মানচিনির দল। এ ম্যাচে জার্মানিকে হারিয়ে নিজের অবস্থান আরও শক্ত করতে চায় আজ্জুরিরা। ইনজুরিতে ইতালির হয়ে মাঠে নামতে পারবেন না সান্দ্রো তোনালি। খেলতে পারবেন না ফ্লোরেনজি ও তোমাসো।

রবার্তো মানচিনি বলেন, ‘জার্মানির ফুটবলাররা সবাই অসাধারণ। হয়তো সময়টা ওদের খারাপ যাচ্ছে। কিন্তু যে কোনো সময় ঘুরে দাঁড়াতে জানে ওরা। আমাদের সতর্ক হয়ে খেলতে হবে।’

শেষ ৫ ম্যাচেই জার্মানির বিপক্ষে জয় নেই ইতালির। দু’দলের এখন পর্যন্ত খেলা ৩৬ বারের দেখায় ১৫টি ম্যাচে জিতেছে আজ্জুরিরা। জার্মানদের জয় ১১ ম্যাচে।

এই গ্রুপেরই আরেক ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে লড়বে ইংল্যান্ড। শেষ তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে তলানীতে থ্রি লায়নরা। হাঙ্গেরি এক জয় আর এক ড্রয়ে আছে দুই নম্বরে। তাই জয়ে ফিরতে আপ্রাণ চেষ্টা করতে চায় সাউথিগেটের ছাত্ররা।



আর্কাইভ