শনিবার, ১১ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | মাদারীপুর | শিরোনাম » জেলায় জেলায় পদ্মা সেতু উদ্বোধনের উৎসব
জেলায় জেলায় পদ্মা সেতু উদ্বোধনের উৎসব
পদ্মা সেতুর উদ্বোধন দেশের মানুষের জন্য বড় চমক বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।
তিনি বলেন, আগামী ২৫ জুন প্রতিটি জেলায় একসঙ্গে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ উৎসব উদ্যাপিত হবে, এটি দেশের মানুষের জন্য বড় চমক।
এ ছাড়া পদ্মা সেতু উদ্বোধনের পরও ৩০ জুন পর্যন্ত সভাস্থলে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যাপিত হবে বলেও জানান নূর-ই আলম চৌধুরী।
শনিবার (১১ জুন) সকালে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ির ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
এ সময় চীফ হুইপ আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ১০ লাখের বেশি লোকের সমাগম হবে। এত মানুষের সার্বিক উপস্থিতি ও নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।