বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » শিক্ষা বাজেট বেড়ে জিডিপি’র ৬ শতাংশ হবে
শিক্ষা বাজেট বেড়ে জিডিপি’র ৬ শতাংশ হবে
ঢাকা, ৯ জুন ২০২২ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ মোট জিডিপি’র ৩ শতাংশ, তবে ভবিষ্যতে এই বরাদ্দ বেড়ে ৬ শতাংশ হবে। তিনি বলেন, এখন আমাদের মোট শিক্ষা বাজেট মোট জিডিপি’র ৩ শতাংশ। তবে এই বরাদ্দ বৃদ্ধি করে আমরা ৬ শতাংশ করব। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট জোশেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ৬৫ তম বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন। তিনি বলেন, মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে, এক সময়ে শিক্ষাই হবে দেশের মেগা প্রকল্প।
ডা. দীপু মনি বলেন, বর্তমান শিক্ষা বাজেট ২০০৬ সালের মোট জাতীয় বাজেটের চেয়েও বেশি। তিনি আরও বলেন, আমরা শিক্ষা খাতে অনেক বিনিয়োগ করেছি এবং ভবিষ্যতে আরও বেশি করে বিনিয়োগ করব। শিক্ষামন্ত্রী নতুন কারিকুলাম সম্পর্কে বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদেরকে আনন্দময় পাঠদানে গাইড হিসাবে কাজ করবে। তিনি বলেন, শিক্ষা এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কঠোর পরিশ্রম করার পর থেকে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা খাতকে আরও এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। তিনি বলেন, দেশের মানুষ প্রধানমন্ত্রীর গতিশিল নেতৃত্বে শিক্ষা, খাদ্য, যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য, বিজ্ঞান এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ সাফল্য প্রত্যক্ষ করছে। শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষার্থীদের প্রতি বিজ্ঞান চর্চার আহবান জানিয়ে বলেন, বিজ্ঞান জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং কেউ এর বাইরে থাকতে পারে না।
বিদ্যালয়ের অধ্যক্ষ ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজ্ঞানি ড. সেনজুতি সাহা, কো-ফাউন্ডার শাহির চৌধুরী, নটরডাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্যাট্রিক গাফনে, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উপাধ্যাক্ষ ভিকটর বিকাশ রোজারিও প্রমুখ বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী পরে শিক্ষা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।