ঢাকা ছাড়ল হজের প্রথম ফ্লাইট
৪১০ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে হজের প্রথম ফ্লাইট।
রোববার (৫ জুন) সকাল সোয়া ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যায়।
বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হজ ক্যাম্পের পরিচালক যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম জানান, এবার সরকারি ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৫টি ও সৌদিয়া এয়ারলাইনসের ৫১টি ফ্লাইট পরিচালনা হবে।
এ বছর সরকারিভাবে দুটি ও বেসরকারিভাবে একটি হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজে খরচ ধরা হয় ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। দ্বিতীয় প্যাকেজে খরচ পড়ছে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা।
এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় জনপ্রতি ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা খরচ পড়বে।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।