শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ২ জুন ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইউক্রেনের দুই লাখ শিশুকে ধরে নিয়ে গেছে রুশ সেনারা: জেলেনস্কি
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইউক্রেনের দুই লাখ শিশুকে ধরে নিয়ে গেছে রুশ সেনারা: জেলেনস্কি
২৮৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনের দুই লাখ শিশুকে ধরে নিয়ে গেছে রুশ সেনারা: জেলেনস্কি

---

ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২ লাখ শিশুকে জোর করে রুশ সেনারা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই শিশুদের আর কখনো ইউক্রেনে ফেরত পাঠানো হবে না বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় গতকাল বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জেলেনস্কি দাবি করেন, ২ লাখ শিশুর মধ্যে এতিমখানার শিশু, বাবা-মার সঙ্গে থাকা শিশু ও অভিভাবকদের কাছে থেকে দূরে থাকা শিশুও রয়েছে।

তিনি আরও বলেন, ‘এ ধরনের অপরাধমূলক নীতির মাধমে শুধু মানুষকে চুরি করে নিয়ে যাওয়াই হচ্ছে না, যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাদের মন থেকে ইউক্রেনকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর তারা যেন কখন ইউক্রেনে ফেরত আসতে না পারে।’

রুশ সেনাদের শাস্তির বিষয়ে জেলেনস্কি বলেন, ‘যারা এই কর্মের জন্য দায়ী ইউক্রেন তাদের শাস্তি দেবে। শুধু তাই নয়, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে দেখিয়ে দেবে যে, এ দেশ কখনোই জয় করে নেওয়া যাবে না। আমাদের জনগণ আত্মসমর্পণ করবে না। আমাদের শিশুরা আগ্রাসী শক্তির সম্পত্তি হবে না।’

এইসব শিশুদের রাশিয়ার সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান জেলেনস্কি।

এ ছাড়া, ১ জুন পর্যন্ত রুশ হামলায় ২৪৩ শিশু নিহত, ৪৪৬ শিশু আহত এবং ১৩৯ শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।



আর্কাইভ