আজকের রাশিফল
দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস ও বছরের ভবিষ্যদ্বাণী করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়।
আজ বুধবার, ০১ জুন ২০২২। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে মোট ১২টি রাশি রয়েছে। এগুলো হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে জ্যোতিষীরা মানুষের ভাগ্য সম্পর্কে বলতে পারার শাস্ত্রটি অতি প্রাচীন হলেও বেশ সূক্ষ্ম। চলুন, জেনে নিই ১২টি রাশি সম্পর্কে–
মেষ রাশি
হতাশা রাখবেন না। গোপনীয়তা বজায় রাখুন। নতুন কাজে অংশ নিতে পারেন। আজকে কাছের মানুষের থেকেও অনেক কিছু লুকিয়ে রাখতে হবে। নতুন কিছু মানুষের আগমন হতে পারে জীবনে। দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।
বৃষ রাশি
খুশি ভাগ করে নিন। অন্যদের কথায় কান দেবেন না। অযথা সমস্যায় পড়তে পারেন। ভেবেচিন্তে কথা বলতে হবে। নতুন প্রকল্প এবং সবকিছুর সম্পর্কেই বাবা মা কে জানিয়ে রাখুন। ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত।
মিথুন রাশি
আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের আকৃষ্ট করবে। পরিস্থিতি মোকাবিলা করুন। আজ থেকে অনেক নতুন কিছু ঘটবে। প্রেমে নতুন মোড় নিতে পারে। অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। নতুন অংশীদারত্ব আশাপ্রদ হবে।
কর্কট রাশি
লাভজনক সময়। অর্থের আগমন ঘটতে পারে। বন্ধুদের থেকে লাভ পাবেন। চুটিয়ে প্রেম করতে পারবেন। কেউ না চাইলেও সত্যি কথা বলতেই হবে। নিজের মূল্যবান সময় ব্যয় করবেন না। চমকের খবর পাবেন।
সিংহ রাশি
মুগ্ধকারী আচরণ সবকিছু ঠিক রাখবে। আর্থিক উন্নতি হতে পারে। প্রেমের জন্য জটিল দিন। সবদিক ঠিক থাকলেই উন্নতি। কঠোর পরিশ্রম ভাল ফল এনে দেবে। জীবনের সমস্যার ব্যাপারে কথা বলুন। ভুল বোঝাবুঝি আজকে মিটিয়ে নিন।
কন্যা রাশি
পরিবারের কারণে বিরক্ত হবেন। নিজের আচরণ ভালো রাখুন। অনেকেই আপনার ক্ষতি করতে পারে তাই সতর্ক থাকুন। অযথা সমস্যায় পড়বেন না। কেউ কিছু বললেই সেটি পালন করতে হবে এমন নয়। অকৃতজ্ঞ হবেন না।
তুলা রাশি
নিরন্তর উদ্যোগ থাকবে। চেষ্টা চালিয়ে যাবেন। ধৈর্য বজায় রাখবেন। আর্থিক সংকটের মুখোমুখি হবেন। স্নেহশীল মেজাজ থাকা ভাল। বাড়িতে ঝামেলা হতে পারে। সম্পর্ক উন্নত করতে হবে। পরিস্থিতি থেকে পালিয়ে গেলে চলবে না।
বৃশ্চিক রাশি
অপ্রয়োজনীয় বিষয়ে তর্ক করবেন না। নতুন কাজে অংশ নিন। বেশকিছু বিপর্যয় ঘটে যেতে পারে। কাজে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। কাউকে অপমান করতে যাবেন না। সময়মত অন্যদের থেকে এগিয়ে যান।
ধনু রাশি
বেশ কিছু কারণে মন খারাপ হবে। ঘনিষ্ঠ বন্ধুর থেকে আঘাত পাবেন। আপনিও জানেন ঠিক কী করলে ভালো হবে। প্রেমে সাফল্য আসতে পারে। কর্মক্ষেত্রে অন্যরকম মুহূর্ত। অপরকে ভুল কথা বলবেন না।
মকর রাশি
অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নিন। বিবাহিতদের জীবনে অনেক লাভ হবে। সামাজিক জীবনে উন্নতি ঘটতে পারে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ভালো ফল এনে দেবে। বাড়ির লোকের থেকে আজ সমর্থন পাবেন। খারাপ কাজে মন দেবেন না।
কুম্ভ রাশি
কিছু কাজে জয়ী হবেন। অনেকেই আপনার হয়ে ভাল কথা বলবে। সবার মনে নিজেকে নিয়ে ভাল চিন্তার সৃষ্টি করুন। জেনে বুঝে কাউকে আঘাত করবেন না। আর্থিক লাভের সম্ভাবনা। পরিবারকে কাটিয়ে উঠবেন। স্মৃতি বাঁচিয়ে রাখার চেষ্টা করুন।
মীন রাশি
আত্ম বিকাশ প্রয়োজন। নতুন কাজ শুরু করলে ভালো। বাবা মায়ের থেকে ভালো সুযোগ পাবেন। আর্থিক ঝামেলায় জড়াবেন না। কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে। আজ সারাদিন সমস্যায় পড়বেন।