শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
মঙ্গলবার, ৩১ মে ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » বিশ্বে করোনায় আরও ৭৬৩ মৃত্যু, আক্রান্ত বেড়েছে
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » বিশ্বে করোনায় আরও ৭৬৩ মৃত্যু, আক্রান্ত বেড়েছে
১৩০ বার পঠিত
মঙ্গলবার, ৩১ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বে করোনায় আরও ৭৬৩ মৃত্যু, আক্রান্ত বেড়েছে

---

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৯৯১ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬৩ জনের।

মঙ্গলবার (৩১ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ কোটি ১৮ লাখ ৮৫ হাজার ১০২ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ১১ হাজার ৫৮৬ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭১০ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের। একই সময়ে তাইওয়ানে সর্বোচ্চ ১০৯ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ১০৩ জন।

জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪০৬ জন এবং মৃত্যু হয়েছে ৮৭ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৭ জন এবং শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৬৫ জনের। ইতালিতে আক্রান্ত ৭ হাজার ৫৩৭ জন এবং মৃত ৬২ জন। রাশিয়ায় আক্রান্ত ৩ হাজার ৮০১ জন এবং মৃত্যু ৭৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৬ হাজার ১৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। ফ্রান্সে মৃত ৮৫ জন এবং আক্রান্ত ৪ হাজার ৬৭৩ জন। ব্রাজিলে মৃত ৭২ জন এবং আক্রান্ত ২৪ হাজার ৮২ জন। অস্ট্রেলিয়ায় মৃত ১০ জন এবং আক্রান্ত ২৬ হাজার ৬০৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।



আর্কাইভ