শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ২৭ মে ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বাগেরহাটে ২১ দোকান ভস্মীভূত, দেড় কোটি টাকার ক্ষতি
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » বাগেরহাটে ২১ দোকান ভস্মীভূত, দেড় কোটি টাকার ক্ষতি
১২৮ বার পঠিত
শুক্রবার, ২৭ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে ২১ দোকান ভস্মীভূত, দেড় কোটি টাকার ক্ষতি

---

বাগেরহাটের শরণখোলার রাজাপুর বাজারে আগুনে ২১টি দোকান পুড়ে গেছে। এতে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বল দাবি ব্যবসায়ীদের।

শুক্রবার (২৭ মে) ভোরে আকস্মিকভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ঘণ্টা দুয়েক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে ফজরের দিকে বাজারে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২১টি দোকান পুরে গেছে। এ ক্ষতি আমরা কীভাবে পূরণ করব।

ব্যবসায়ী জাকির হোসেন বলেন, আমার বিকাশের দোকান ও আমার এক আত্মীয়ের একটি মোবাইলের দোকান পুড়ে গেছে। মোবাইলের দোকানে ১৫০টি মোবাইলসহ অন্যান্য মালামাল পুড়েছে। তিনি আরও বলেন, বাজারের সঙ্গে শরণখোলা উপজেলা সদরের যোগাযোগের সড়কে থাকা ব্রিজ ভাঙা থাকায় ফায়ার সার্ভিস আসতে দেরি করেছে। যার ফলে আগুনে বেশি দোকান পুড়েছে বলে দাবি করেন এই ব্যবসায়ী।
শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যবসায়ীদের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। তবে কীভাবে এই আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।



আর্কাইভ