শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মুশফিক-লিটনের পুনরাবৃত্তি ঘটালেন ম্যাথিউস-চান্দিমাল
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মুশফিক-লিটনের পুনরাবৃত্তি ঘটালেন ম্যাথিউস-চান্দিমাল
২৪১ বার পঠিত
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুশফিক-লিটনের পুনরাবৃত্তি ঘটালেন ম্যাথিউস-চান্দিমাল

---

প্রথমে ম্যাথিউস, এর কিছুক্ষণ পরই চান্দিমাল। দুইজনই পেলেন শতক। ঢাকা টেস্টে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে চান্দিমাল তুলে নিলেন ১২তম শতক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৪২০ রান, বাংলাদেশ থেকে এগিয়ে আছে ৫৫ রানে।

বাংলাদেশের প্রথম ইনিংসে পাঁচ উইকেট পড়ার পরই দুই শতক দেখেছিল দর্শকরা। লঙ্কান ইনিংসেও সেই পাঁচ উইকেট পড়ার পরই দুই শতক দেখল সবাই। মন্থর ব্যাটিংয়ে প্রথমে শতক হাঁকান ম্যাথিউস। এরপর শতক হাঁকান চান্দিমাল।

এদিকে চতুর্থ দিনের প্রথম সেশনে কোনো সাফল্য পাননি বাংলাদেশের বোলাররা। হতাশাকে সঙ্গী করে প্রথম সেশনে লঙ্কানরা বিনা উইকেটে সংগ্রহ করে ৮৭ রান। তখন ৯৩ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যান ম্যাথিউস। আর দ্বিতীয় সেশন শুরুতেই শতক হাঁকিয়েছেন তিনি। ৬ চার ও ২ ছক্কায় সাজানো ম্যাথিউসের এটি টেস্টে ১৩তম শতক।

এদিকে ঢাকা টেস্টের প্রথম সেশনটায় রাজত্ব করেছে শ্রীলঙ্কা। তবে মিরপুরে একটা উইকেটের জন্য আপ্রাণ চেষ্টা করেছে সাকিব-তাইজুল-এবাদতরা। মাঝে মুমিনুলের এক আবেদনে আম্পায়ার সায় দিলেও, রিভিউ নিয়ে জীবন পেয়ে বাংলাদেশের দুর্দশা আরও বাড়িয়েছেন চান্দিমাল। ষষ্ঠ উইকেট জুটিতে লাঞ্চের আগেই লিড নিয়েছে সফরকারীরা। চার দিনেও দুই ইনিংস শেষ না হওয়া টেস্টের ভাগ্য ধীরে ধীরে এগোচ্ছে ড্রয়ের পথে।

দিনের শুরুতে আশা জাগিয়েও উইকেটের দেখা পায়নি বাংলাদেশের বোলাররা। এবাদত হোসেনের বলে বেশ কয়েকবার পরাস্ত হলেও লেগ বিফোরের হাত থেকে বেঁচে গেছেন সফরকারী দলের দুই ব্যাটার। সাকিব-তাইজুলও পারেননি সাফল্য এনে দিতে। বেশ স্বাছন্দ্যেই ব্যাট করছেন ম্যাথিউস-চান্দিমাল। মাঝে মাঝে ব্যাটের কাণায় লেগে কিংবা পায়ে বল লেগে আফসোস বাড়িয়েছে টাইগারদের।

উপায় না দেখে বল হাতে তুলে নিয়েছিলেন অধিনায়ক মুমিনুল হক। সাফল্যও যেন এনে দিয়েছিলেন! মুমিনুলের অপ্রত্যাশিত টার্নকে ব্যাটের ছোঁয়া মনে করে আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে গেছেন চান্দিমাল।

বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান সফলতম বোলার। ৩ উইকেট নিয়েছেন সাবেক এ নাম্বার ওয়ান অলরাউন্ডার। বাকি দুই উইকেট নিয়েছেন এবাদত হোসেন।



আর্কাইভ