শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
মঙ্গলবার, ২৪ মে ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » লা লিগা সভাপতিকে ইটের বদলে পাটকেল খেলাইফির
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » লা লিগা সভাপতিকে ইটের বদলে পাটকেল খেলাইফির
৩৩০ বার পঠিত
মঙ্গলবার, ২৪ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লা লিগা সভাপতিকে ইটের বদলে পাটকেল খেলাইফির

---

এমবাপ্পেকে যে পন্থায় আটকেছে পিএসজি সেটা পছন্দ হয়নি লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের। তাই এই ফরাসির সঙ্গে পিএসজির পুনরায় চুক্তি সম্পাদনের পর তেবাসের প্রথম প্রতিক্রিয়া ছিল, যা ফুটবলের জন্য অপমান। ইউরোপিয়ান ফুটবলের আর্থিক স্থিতি নষ্টের অভিযোগ এনে উয়েফার কাছে নালিশের হুমকিও দিয়েছেন তিনি। তবে চুপ করে নেই পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। তেবাসের কথার জবাবে তিনি যা বলেছেন তা খুব একটা শ্রুতিমধুর হবে না লা লিগা সমর্থকদেরও। বলা চলে তেবাসের ইটের বদলে পাটকেল মেরেছেন খেলাইফি।

রিয়াল মাদ্রিদে আসতে চেয়েও ২০২৫ পর্যন্ত ফের পিএসজির সঙ্গে চুক্তি করেছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলারকে ঠিক কি পরিমাণ বেতন বোনাস দেওয়া হচ্ছে তা নিয়ে উভয়পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি। তবে ইউরোপিয়ান সংবাদমাধ্যম ঠিকই ফাঁস করে দিয়েছে নতুন চুক্তির বিভিন্ন দিক।

পুনরায় চুক্তি করার জন্য ৩০ কোটি ইউরো শুধু বোনাস হিসেবেই পাবেন এমবাপ্পে। বেতনের অঙ্কও কপালে চোখ তোলার মতো। প্রতি মৌসুমে বেতন বাবদ কর ছাড়া ১৫ কোটি ইউরো করে পাবেন এই তারকা। তিন বছরের চুক্তিতে এমবাপ্পের মোট আয় ৭৫ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে প্রায় ৬ হাজার ৯৩০ কোটি টাকা! এসব অঙ্ক বলছে, এমবাপ্পেকে ধরে রাখতে কতটা মরিয়া ছিল লিগ ওয়ানের জায়ান্টরা।

এমবাপ্পের চুক্তির আর্থিক দিক নিয়ে তেবাস বলেন, ‘সাম্প্রতিক মৌসুমে ৭০ কোটি ইউরো লোকসান দেওয়ার পর এমবাপ্পের চুক্তি নবায়নে পিএসজি যে বিশাল অঙ্কের বেতন-বোনাস সেধেছে, সেটা ৬০ কোটি ইউরো ছাড়িয়ে যাবে। এটা ফুটবলের জন্য অপমান।’

কথাটা ভালোভাবে যে নিবেন না পিএসজি সভাপতি খেলাইফি সেটা জানা কথাই। হয়েছেও তাই। গতকাল সোমবার এমবাপ্পেকে নিয়ে সংবাদ সম্মেলনে জবাব দিয়েছেন লা লিগা সভাপতির কটাক্ষের। আর সে জবাবে থাকল বিদ্রূপের সঙ্গে হুমকিও। দল হিসেবে আরও সম্মানপ্রাপ্য পিএসজির সেটাও জানিয়ে দিলেন। তিনি বলেন, ‘তিন-চার বছর আগেও লা লিগা যেমন ছিল, তেমন আর নেই। লা লিগার তুলনায় লিগ ওয়ান বেশি শক্তিশালী হয়ে উঠছে, তেবাস হয়তো এটা নিয়ে ভয়ে আছেন। তবে ফ্রান্সের জন্য এটা দারুণ। বিশ্বের সেরা খেলোয়াড়টিকে আমরা ধরে রাখতে পেরেছি। এমবাপ্পে আমাদের সঙ্গে থাকছে, তাই সত্যি বলতে, আমার অন্য কিছু নিয়ে ভাবার দরকার নেই। তবে আমি সব ক্লাবকেই সম্মান করি। আমাদের ক্লাবকেও সম্মান করা হোক, সেটা চাইব।’

খেলাইফি বলছেন, এমবাপ্পে পিএসজিতে থেকে যাওয়ার জন্য টাকাই মূল বিষয় নয়। লোকজন যে এমবাপ্পেকে অর্থলোভী বলছে তা অযৌক্তিক বলে জানালেন পিএসজি সভাপতি। নিজের দলের সেরা তারকার হয়ে জবাবটাও তিনিই দিলেন, ‘কিলিয়ান এমবাপ্পের জন্য টাকাটাই সবকিছু নয়। স্পেনে আরেকটি ক্লাব আছে, যারা আমাদের চেয়েও অনেক বেশি টাকা দিতে পারবে। এমবাপ্পের জন্য আমাদের ক্রীড়া পরিকল্পনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’



আর্কাইভ