মঙ্গলবার, ২৪ মে ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বড় সংগ্রহের লক্ষ্যে দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ
বড় সংগ্রহের লক্ষ্যে দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ
মিরপুর টেস্টের প্রথম দিন প্রথম ঘণ্টায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বাংলাদেশ। মাত্র ৭ (৬.৫) ওভারে ২৪ রানের মধ্যে হারিয়ে বসে ৫ উইকেট। মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের নৈপুণ্যে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে স্বস্তিতে দিন শেষ করে তারা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে এমন কোনো ধস চায় না দল।
দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় চোখ বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে কাজটা কঠিন হবে বলেও মনে করেন তিনি।
বাংলাদেশের গতকালের ইনিংসের পুরোটা জুড়েই ছিল মুশফিক-লিটন জুটি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২৫ রানের কমে ৫ উইকেট হারানোর পর এই প্রথম কোনো দল ষষ্ঠ উইকেট জুটিতে শতরানের দেখা পায়। মুশফিক-লিটনের এটি চতুর্থ শতরানের জুটি। এর আগে দুজনের সর্বোচ্চ জুটি ছিল পাকিস্তানের বিপক্ষে ২০৬ রান। তবে এবারের জুটি গড়ে তারা বিশ্বরেকর্ডই গড়ে ফেলেছেন।
ক্রিকেট পরিসংখ্যান বলছে, টেস্ট ইতিহাসে দলীয় ২৫ রানের মধ্যেই ৫ উইকেট হারানোর ঘটনা রয়েছে সর্বমোট ৮৪টি! এর মধ্যে দলীয় ২৫ রানের মধ্যে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে শতরানের জুটি রয়েছে মাত্র একটি। মুশফিক-লিটন টেস্ট ইতিহাসে প্রথম ও একমাত্র জুটি হিসেবে এই রেকর্ড গড়েছেন মিরপুর টেস্টে।
এদিকে দুঃস্বপ্নের শুরুর পর স্বপ্নের মতো দিন পার করা বাংলাদেশকে দ্বিতীয় দিন দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে শ্রীলঙ্কা। এ প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯৮ রান।