সোমবার, ২৩ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় অপরাধ দমনে পুলিশের মহড়া
ফতুল্লায় অপরাধ দমনে পুলিশের মহড়া
নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকায় অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য মহড়া দিয়েছে পুলিশ।
সোমবার (২৩ মে ) রাত ৮টা থেকে বিভিন্ন এলাকায় মহড়ার মাধ্যমে পুলিশের পক্ষে সচেতনতা কার্যক্রম চালানো হয়, একই সাথে অপরাধীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান ও ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিয়াজুল হক দিপুর নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেল ও দুটি পিকআপভ্যান নিয়ে ফতুল্লা থানার মাসদাইর পতেঙ্গা মোড়,ইসদাইর বুড়ির দোকান,ইসদাইর নতুন রাস্তা, শিয়াচর তক্কার মাঠ,ব্যাংক কলোনী,রেল স্টেশন,কিতাব নগর সহ বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে মহড়া দেয়।
প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাইরে ঘোরাঘুরি ও রাতে মোড়ে মোড়ে অহেতুক আড্ডা বন্ধে এবং কিশোরদের প্রতি নজর দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে সতর্কতামূলক বক্তব্য রাখেন ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান বলেন যারা মাদকের সাথে জড়িত তাদের কে ছাড় দেওয়া হবেনা। সে যেই হউক না কেনো অপরাধ করে কেউ পার পেয়ে যাবেনা।যে কোন অপরাধের জন্ম হলে তা ২৪ ঘন্টার মধ্যে অপরাধী কে আইনের আওতায় আনা হবে।
এ সময় পুলিশ পিকআপভ্যানের সাইরেন শুনে স্থানীয়দের মাঝে শান্তির সুবাতাস বয়ে যাওয়ার পাশাপাশি সড়কগুলো মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফতুল্লা মডেল থানা পুলিশের মহড়া চলছিলো।