রবিবার, ২২ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে কাজ করছি : প্রতিমন্ত্রী
চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে কাজ করছি : প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশ যেন চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করছি।
রোববার (২২ মে) বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১২৪, ১২৫ ও ১২৬তম ‘আইন ও প্রশাসন’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের ঊষালগ্নে রয়েছি। আসন্ন এ বিপ্লব মোকাবিলার প্রধান হাতিয়ার হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), ন্যানোটেকনোলজির মতো আধুনিক ও উন্নত প্রযুক্তি।
তিনি বলেন, আমাদের লক্ষ্য এই বিপ্লবের নেতৃত্ব দেয়া। তাই সরকারি কর্মচারীদের আগামী দিনের নেতৃত্ব দিতে সক্ষম করে গড়ে তুলতে হবে। এজন্য তাদের তথ্য-প্রযুক্তিতে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সরকারি কর্মচারীরা জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাই সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। তাদেরকে সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে সেবা দিতে হবে।
প্রতিমন্ত্রী এ সময় সরকারি কর্মচারীদের দেশপ্রেম ও জনসেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোমিনুর রশীদ আমিন। পাঁচ মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ৩৫, ৩৬ ও ৩৭তম বিসিএস ব্যাচের ১০২ জন কর্মকর্তা অংশ নিয়েছেন।