শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শনিবার, ২১ মে ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » মাংকিপক্স নতুন মহামারি!
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » মাংকিপক্স নতুন মহামারি!
৩৪৬ বার পঠিত
শনিবার, ২১ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাংকিপক্স নতুন মহামারি!

---

মহামারি করোনার মধ্যেই এবার নতুন উদ্বেগ মাংকিপক্স। বিরল এ রোগটি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে দেশে দেশে।

শুক্রবার নতুন করে বেশ কয়েকটি দেশে এটি শনাক্ত হয়েছে। শুধু ইউরোপেই আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এরই মধ্যে মাংকিপক্স প্রাদুর্ভাবকে মহামারি হিসেবে উল্লেখ করেছেন গবেষকরা। খবর চেডারডটকম।

মহামারি করোনার মধ্যেই এবার নতুন উদ্বেগ মাংকিপক্স। বিভিন্ন দেশে বাড়ছে বিরল রোগটির সংক্রমণ। ছড়াচ্ছে আতঙ্ক। ছোঁয়াচে ভাইরাসটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে ইউরোপে। ইউরোপের দেশগুলোতে শনাক্ত ছাড়িয়েছে একশ।

ইউরোপে মাংকিপক্স বিস্তারকে এযাবৎকালের সবচেয়ে বড় সংক্রমণ বলে বর্ণনা করেছেন জার্মানির একদল গবেষক। রোগটিকে গভীরভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে মাংকিপক্সের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। রোগটি আফ্রিকার কিছু অংশেও উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে।

সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এলে মাংকিপক্স ছড়াতে পারে। এ ধরনের রোগ কানাডা বা যুক্তরাষ্ট্রে শনাক্ত হচ্ছে–এটা একটা বিরল ঘটনা।

বিশেষজ্ঞরা বলছেন, মাংকিপক্স একটি বিরল ভাইরাস সংক্রমণজনিত রোগ, যা পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। আফ্রিকার দেশগুলোতে এ রোগটি দেখা গেলেও ওই অঞ্চলের বাইরে রোগটি ছড়িয়ে পড়ার ঘটনা বিরল। সে কারণেই দেশে দেশে মাংকিপক্সের বিস্তার উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞদের মতে, মাংকিপক্স খুব একটা গুরুতর নয়। সংক্রমণের সক্ষমতাও তুলনামূলক কম। রোগটির প্রাথমিক লক্ষণ জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা ও অবসাদ। পরে মুখ ও শরীরে চিকেনপক্সের মতো র‌্যাশ দেখা যায়। তবে, এ রোগ নিজে থেকেই কেটে যায়। ১৪-২১ দিনের মধ্যে সেরে ওঠেন রোগীরা।



আর্কাইভ