বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » বিশ্বে খাদ্য সংকটের জন্যে পশ্চিমের অবিবেচক পদক্ষেপ দায়ী : রুশ রাষ্ট্রদূত
বিশ্বে খাদ্য সংকটের জন্যে পশ্চিমের অবিবেচক পদক্ষেপ দায়ী : রুশ রাষ্ট্রদূত
সামষ্টিক অর্থনীতিতে পশ্চিমের অবিবেচক পদক্ষেপ বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নষ্ট করেছে।
যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বুধবার এ কথা বলেন।
ইউক্রেনে রুশ অভিযানের অনেক আগে থেকেই সংকটের শুরু বলেও তিনি উল্লেখ করেন।
দূতাবাসের প্রেস সার্ভিস তার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেছে, সামষ্টিক অর্থনীতিতে পশ্চিমের সম্মিলিত অবিবেচক পদক্ষেপের কারনে কয়েক বছর ধরেই খাদ্য নিরাপত্তা সংকট শুরু হয়। মহামারির প্রভাবে তা আরো তীব্র হতে শুরু করে। কিংবা অন্যভাবে বললে ইউক্রেনে রুশ অভিযানের অনেক আগে থেকে এ সংকটের শুরু হয়েছে।
এদিকে এর আগে জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস বিশ্বে খাদ্য সংকটের বিষয়ে সতর্ক করে বলেছেন, রাশিয়া ও বেলারুশের সার এবং ইউক্রেনের শস্য ছাড়া বিশ্ব খাদ্য সংকট পুরোপুরি মোকাবেলা সম্ভব নয়।