রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইরাকে এরবিল বিমানবন্দরে ড্রোন হামলা
ইরাকে এরবিল বিমানবন্দরে ড্রোন হামলা
উত্তর ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। এই বিমানবন্দরের কাছেই মার্কিন বাহিনীর অবস্থান রয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) ইরাকি কুর্দিশ নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এখবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বলা হয়েছে, প্রাথমিকভাবে অভ্যন্তরীণ সিকিউরিটি সার্ভিস প্রথমে জানিয়েছিল তিনটি রকেট আঘাত হেনেছে বিমানবন্দরে। পরে দ্বিতীয় বিবৃতিতে বলা হয়, বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা অন্তত ছয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী এরবিলের বিমানবন্দরটি গত একবছরে বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে। আগের হামলাগুলোর জন্য মার্কিন কর্মকর্তারা ইরান-সমর্থিত শিয়া মুসলিম মিলিশিয়াদের দায়ী করেছিলেন।