মঙ্গলবার, ১৭ মে ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » সাতক্ষীরায় বিএসএফের ছিনতাই হওয়া অস্ত্রসহ যুবক আটক
সাতক্ষীরায় বিএসএফের ছিনতাই হওয়া অস্ত্রসহ যুবক আটক
সাতক্ষীরায় বিএসএফের ছিনতাই হওয়া রাইফেলসহ রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। রানা সদর উপজেলার নারানজোল গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে।
মঙ্গলবার( ১৭ মে) সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরার সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর ঢালীপাড়ায় স্থানীয় জনগণের হাতে আটক হয় ওই যুবক। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগজিন ছাড়াও ভারতীয় রাইফেল (নাম্বার ২৪৩) উদ্ধার করা হয়।
এদিকে ওই যুবকের দাবি, অস্ত্রের বিষয়ে সে কিছুই জানে না। শুধুমাত্র এক হাজার টাকার বিনিময়ে এটি পাটকেলঘাটায় আজাহারুলের বাড়ি পৌঁছে দেয়ার কথা ছিল তার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা জানান, ইমরান ও জুলফিকার নামের দুই ব্যক্তি তার কাছে অস্ত্রটি দিয়ে সাতক্ষীরায় পৌঁছে দেওয়ার বিনিময়ে এক হাজার টাকা দেন। তবে অস্ত্রটি ভারতের ঘোজাডাঙ্গা ক্যাম্পের নারী বিএসএফের কাছ থেকে ছিনতাই হওয়া কিনা সে জানে না।
এদিকে স্থানীয়রা বিজিবিকে খবর দিলে অস্ত্রসহ তাকে নিয়ে যায় তারা। অস্ত্রটি বিএসএফের ছিনতাই হওয়া অস্ত্র কিনা তা যাচাই করছে বলে জানিয়েছেন বিজিবির ৩৩ ব্যাটেলিয়নের সিও লে.কর্নেল আল মাহমুদ।