রবিবার, ১৫ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » আনোয়ার হোসেনকে মহানগর কৃষকলীগের শুভেচ্ছা
আনোয়ার হোসেনকে মহানগর কৃষকলীগের শুভেচ্ছা
নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার হোসেনকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
রোববার ( ১৫ মে ) দুপুর বারোটায় শহরের দুই নং রেল গেইটস্থ মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আনোয়ার হোসেনের সাথে মহানগর কৃষকলীগের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন, মহানগর কৃষকলীগ নেতা শাহ্ জামান খোকন, আবু সুফিয়ান লেলিন, মো. বাবুল দেওয়ান, আব্দুস সালাম খন্দকার সেলিম, আঃ সালাম সেলিম, মো. জাকির হোসেন, মো. আনিসুর রহমান, রনোলাল নন্দ, আবুল হোসেন, ফরিদা ইয়াসমিন, আকবর আলী, পংকজ রায়, আঃ সালাম মিয়া প্রমুখ।