শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ১২ মে ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » খুলনায় ৭৩ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » খুলনায় ৭৩ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
২৮০ বার পঠিত
বৃহস্পতিবার, ১২ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় ৭৩ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

---

খুলনার বড়বাজার এলাকার তিনটি গোডাউনে অভিযান চালিয়ে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন এবং ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পামওয়েল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিষ বসাক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিন প্রতিষ্ঠানে তেল মজুত রাখায় তাদের জরিমানার পাশাশাশি সঠিক মূল্যে বিক্রির জন্য বলা হয়েছে।

র‌্যাব ৬ এর পু‌লিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাাম ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জান‌তে পে‌রে এ অ‌ভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানে ৭৩ হাজার ৩২ লিটার সয়া‌বিন ও ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পামওয়েল মজুতের প্রমাণ মিলেছে। এ কারণে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

তি‌নি আরও ব‌লেন, সরকারি নিয়ম নী‌তি উ‌পেক্ষা ক‌রে খুলনার ব্যবসায়ীরা বাজা‌রে কৃ‌ত্রিম সংকট সৃষ্টি কর‌ছে। তাই ভ‌ষ্যিতে এ সংকট তারা যেন তৈ‌রি না কর‌তে পা‌রে, তাই তা‌দের জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। ত‌বে জনস্বা‌র্থে অ‌ভিযান অব্যাহত থাক‌বে।



আর্কাইভ