শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
বুধবার, ১১ মে ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » শ্রীলঙ্কার জনতা বেধড়ক পেটাল ডিআইজিকে
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » শ্রীলঙ্কার জনতা বেধড়ক পেটাল ডিআইজিকে
১৪৫ বার পঠিত
বুধবার, ১১ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীলঙ্কার জনতা বেধড়ক পেটাল ডিআইজিকে

---

বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন পুলিশের জ্যেষ্ঠ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) দেশবন্ধু টেনাকুন

বিক্ষোভকারীরা তার গাড়িও ভাঙচুর করেছে। মঙ্গলবার (১০ মে) রাজধানী কলম্বোর বেইরা হ্রদের কাছে এ ঘটনা ঘটে। খবর কলম্বো গেজেটের।

শ্রীলঙ্কা পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দেশবন্ধুকে জরুরি চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

কলম্বোর গ্যালে ফেস এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা ঠেকাতে ব্যর্থতা নিয়ে উত্তেজিত জনতা টেনাকুনকে প্রশ্ন করেছিল। এর পরেই তার ওপর হামলা করে বিক্ষোভকারীরা।

শ্রীলঙ্কায় সরকারপন্থী ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ছাড়া সংঘর্ষে দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের বরাতে মঙ্গলবার (১০ মে) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।

অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আর চলমান আর্থিক সংকটে ক্রমেই খারাপ হচ্ছে দেশটির পরিস্থিতি। রাজধানী কলম্বো থেকে প্রায় আড়াইশ’ কিলোমিটার দূরে হাম্বানটোটায় মাহিন্দা রাজাপক্ষের পৈতৃক বাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেয় এমপি ও সাবেক মন্ত্রীদের বাড়িতেও। এ ছাড়া দেশটির রাজনৈতিক দল এসএলপিপির নেতাকর্মীদের বাড়িঘর এবং যানবাহন পোড়ানো হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, রাজাপক্ষের বাসভবনের সামনে কমপক্ষে ১০টি পেট্রোল বোমা ছোড়া হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে কারফিউ জারি হলেও তা উপেক্ষা করেই দিনভর রাস্তায় বিক্ষোভ চলে। তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করলেও প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা।



আর্কাইভ