শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ৯ মে ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মার্কিন ফার্স্টলেডি ও জেলেনস্কির স্ত্রীর সাক্ষাৎ
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মার্কিন ফার্স্টলেডি ও জেলেনস্কির স্ত্রীর সাক্ষাৎ
১৮২ বার পঠিত
সোমবার, ৯ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন ফার্স্টলেডি ও জেলেনস্কির স্ত্রীর সাক্ষাৎ

---

ইউক্রেন সফরে রয়েছেন মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন। সফরকালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনার সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে মস্কোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। সোমবার (৯ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, দুই ফার্স্টলেডি সীমান্তবর্তী শহর উজহোরোদের একটি স্কুলে দেখা করেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরু হয় ২৪ ফেব্রুয়ারি। এরপর এই প্রথম প্রকাশ্যে এলেন ইউক্রেনের ফার্স্টলেডি। যে স্কুলটিতে তারা বৈঠক করেন, সেটি বর্তমানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
জিল বাইডেন বলেন, ইউক্রেনের সাধারণ জনগণের পাশে যুক্তরাষ্ট্র রয়েছে। যুদ্ধ এরই মধ্যে তৃতীয় মাসে গড়িয়েছে। এই বর্বরতা বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন কর্মকর্তারা সিএনএন-কে বলেছেন, ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা রাশিয়ার সামরিক অভিযান শুরুর দিকে জিল বাইডেনকে চিঠি দিয়েছেন এবং সম্প্রতি কয়েক সপ্তাহে তার সঙ্গে চিঠি চালাচালি করেছেন।

অন্যদিকে ওলেনা বলেন, এই যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন সফর করে জিল বাইডেন সাহসিকতার পরিচয় দিয়েছেন। এক পর্যায়ে তারা দুজনেই স্কুলে আশ্রয় নেওয়া শিশুদের সঙ্গে কথা বলেন এবং খেলাধুলা করেন। শিশুদের সঙ্গে অনেক সময় কাটান তারা।
এদিকে রাশিয়া ও বেলারুশের ২ হাজার ৬০০ নাগরিকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি রাশিয়ার টেলিভিশন স্টেশন ও গ্যাজপ্রোমব্যাংকের নির্বাহীদের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। একই সঙ্গে রুশ নাগরিকদের ব্যাংকিং সেবা দেওয়া নিষিদ্ধ করেছে ওয়াশিংটন।

এদিকে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে সাত শিল্পোন্নত দেশের সংগঠন জি৭। সংগঠনটির নেতারা বলেছেন, তারা রাশিয়ার জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা ধাপে ধাপে কমিয়ে আনবেন। ইউক্রেনে চলমান সংঘাতের মধ্যে রোববার (৮ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক সভায় এ ব্যাপারে একমত হন তারা।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ অভিযানের বিরুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশগুলো।



আর্কাইভ