রবিবার, ৮ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা জরুরি: রাষ্ট্রপতি
থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা জরুরি: রাষ্ট্রপতি
সমাজের সচেতন নাগরিকসহ সংশ্লিষ্ট সবাইকে থ্যালাসেমিয়া রোগপ্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (৮ মে) ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপ্রধান এ আহ্বান জানান।
বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদ্যাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আবদুল হামিদ। বলেন, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে থ্যালাসেমিয়া রোগপ্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এ লক্ষ্যে ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস’ পালন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
রাষ্ট্রপতি বলেন, থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি। ক্ষেত্রবিশেষে তা জটিল আকার ধারণ করতে পারে। তাই এ রোগপ্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। থ্যালাসেমিয়ার বিস্তাররোধে বাহকদের মধ্যে ও আত্মীয়ের মধ্যে বিয়ে নিরুৎসাহিত করতে হবে।
তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি জিনবাহিত রোগ, যা বাহকের মাধ্যমে ছড়ায়। স্বামী-স্ত্রী উভয়ই থ্যালাসেমিয়া রোগের বাহক হলে তা জিনগত কারণে সন্তানদের মধ্যে বিস্তার ঘটাতে পারে। এ জন্য পুরুষ বা নারী যে কেউ এ রোগের বাহক কি-না তা বিবাহপূর্ব পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা জরুরি। পৃথিবীর বিভিন্ন দেশে থ্যালাসেমিয়া রোগপ্রতিরোধে থ্যালাসেমিয়া জিন বাহক নারী-পুরুষের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপনে সতর্কতা অবলম্বন করা হয়ে থাকে। বাংলাদেশেও ভয়াবহ বংশগত রক্তস্বল্পতার এ রোগটি প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলা খুবই জরুরি।
এ সময় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত সব কর্মসূচির সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।