বুধবার, ৪ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ফাঁকা সড়কে বেপরোয়া বাস-ট্রাক, সংঘর্ষে আহত ২০
ফাঁকা সড়কে বেপরোয়া বাস-ট্রাক, সংঘর্ষে আহত ২০
ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুই চালকসহ গুরুতর আহত অবস্থায় তিনজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (০৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আরিচাগামী সেলফি পরিবহনের যাত্রীবাহী দুটি বাসের চালকরা মহাসড়ক ফাঁকা পেয়ে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। এক পর্যায়ে ঢাকাগামী তরমুজবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের চালকসহ ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া গুরুতর আহত তিনজনকে উদ্ধারের পর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পরিবহনের চালক ও গুরুতর আহত এক যাত্রীকে উদ্ধারের পর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকিদের আশপাশের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘ফাঁকা সড়কে অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।’