রবিবার, ১ মে ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » টর্নেডোয় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কানসাস
টর্নেডোয় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কানসাস
ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্য। স্থানীয় সময় গত শুক্রবার অঙ্গরাজ্যটিতে টর্নেডোর আঘাতে শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে
এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
ভয়াবহ এই দৃশ্য যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের। স্থানীয় সময় শুক্রবার অঙ্গরাজ্যটির দক্ষিণপূর্বাঞ্চলে আঘাত হানে শক্তিশালী টর্নেডো।
অঙ্গরাজ্যটির দমকল বিভাগ জানায়, টর্নেডোর আঘাতে শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশকিছু ভবনের ছাদ উড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দলের সদস্যরা। অনেক জায়গা থেকে হতাহতের খবরও পাওয়া গেছে।
এই ঘটনার বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিও ফুটেজে টর্নেডোর ধ্বংসযজ্ঞ দেখানো হয়েছে।
সবচেয়ে ক্ষতি হয়েছে অ্যান্ডোভার শহরে। রাস্তায় বৈদ্যুতিক তার পড়ে থাকায় মানুষজনকে চলাচল করতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। ওই অঞ্চলের কয়েকহাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর জানায়, আগামী ২৪ ঘণ্টায় কানসাস বাদেও আশপাশের অঙ্গরাজ্যগুলোতে আঘাত হানতে পারে টর্নেডো। এরই মধ্যে, আইওয়া, মিসৌরি, নেব্রাস্কাসহ মধ্যপশ্চিম অঙ্গরাজ্যগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।