শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
শনিবার, ৩০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বিশেষ জার্সিতে ওয়ার্নকে শ্রদ্ধা জানাবে রাজস্থান
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বিশেষ জার্সিতে ওয়ার্নকে শ্রদ্ধা জানাবে রাজস্থান
২১৬ বার পঠিত
শনিবার, ৩০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশেষ জার্সিতে ওয়ার্নকে শ্রদ্ধা জানাবে রাজস্থান

---

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ২০০৮ সালে অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের নেতৃত্বে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে নিজেদের প্রথম ও একমাত্র আইপিএল শিরোপা জিতেছিল রাজস্থান। শনিবার (৩০ এপ্রিল) রাতে এ স্টেডিয়ামেই ওয়ার্নকে শ্রদ্ধা জানাবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।

রাজস্থান রয়্যালসের প্রথম রয়্যালসের নাম বললে অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্নের কথা আসবেই। শেন ওয়ার্নকে বরাবরই ফ্র্যাঞ্চাইজিটির প্রথম রয়্যাল হিসেবে দেখা হয়। প্রথম মৌসুমে ট্রফি জেতা ছাড়াও রাজস্থানের সঙ্গে তার সম্পর্ক সবসময়ই ছিল।

গত মার্চে মারা গেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। আর তাই তার স্মরণে রাজস্থান রয়্যালস একটি বিশেষ জার্সি প্রকাশ করেছে। যেখানে প্রতিটি খেলোয়াড়ের জার্সির কলারে ‘SW23’ লেখা দেখতে পাওয়া যাবে। SW মানে শেন ওয়ার্ন। তিনি সবসময় ২৩ নম্বর জার্সি পরতেন। শুধু অস্ট্রেলিয়া নয়, ক্রিকেটে তিনি যেখানেই খেলেছেন, তার জার্সি নম্বর ২৩ থাকত।

এ কারণেই রাজস্থান রয়্যালসের জার্সির কলারে ‘SW23’ লেখা থাকবে। পুণের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রাজস্থানের আজকের ম্যাচটিও উৎসর্গ করা হয়েছে অজি কিংবদন্তিকে।

শেন ওয়ার্ন ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজস্থান দলের অংশ ছিলেন। চার বছরে দলের হয়ে ৫৫টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে তার নামের পাশে রয়েছে ৫৭টি উইকেট। এরপর থেকে দলের সঙ্গে যুক্ত ছিলেন কখনো মেন্টর হিসেবে, আবার কখনো কোচ হিসেবে আবার কখনো আইকন হিসেবেও তাকে দেখা গেছে।



আর্কাইভ