শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৯ জন নিহত
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৯ জন নিহত
২৭০ বার পঠিত
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৯ জন নিহত

---

রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন সিরীয় সেনা রয়েছেন।
ওয়ার মনিটরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলের উত্তর-পূর্ব অঞ্চলের তিবেরিয়াস এলাকা থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর অধিকাংশ সিরিয়ার সেনাবাহিনী আকাশে ধ্বংস করেছে বলেও দাবি করা হয় ওই খবরে। তবে এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল এখনও কোনো মন্তব্য করেনি।

এর আগে সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা বলেছে, বুধবার ভোরের দিকে দামেস্কের আশপাশের কয়েকটি অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি শত্রুরা বিমান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত এবং স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।



আর্কাইভ