রবিবার, ২৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | টাঙ্গাইল | শিরোনাম » ‘হাওড়ের ধান তলিয়ে গেলেও দেশে খাদ্য সংকট হবে না’
‘হাওড়ের ধান তলিয়ে গেলেও দেশে খাদ্য সংকট হবে না’
কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেছেন, হাওড়ে ধান তলিয়ে গেলেও বাংলাদেশে খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই। প্রকৃতি বিরূপ হয়ে সারা দেশের সব ধান যদি তলিয়ে নষ্ট হয়ে যায় তাহলেই শুধু খাদ্য সংকট হতে পারে বলে দাবী করেন তিনি।
শনিবার (২৩ এপ্রিল) টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, সরকার কর্তৃক সেচ ব্যবস্থার উন্নতির কারণে বোরো আবাদ অন্য সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। শুরুতে হাওড়ে বাঁধ ভেঙ্গে খারাপ অবস্থায় তৈরি হলেও ইতোমধ্যেই হাওড় এলাকার মোট ৫০ শতাংশ ধান কাটা হয়ে গেছে। সুনামগঞ্জে একসাথে ৫৭৭টি হারবেষ্ট দিয়ে ধান কাটা হচ্ছে যা এই সরকারের একটি বিরাট সাফল্য । সরকার কৃষিতে প্রণোদনা দেওয়ার কারণে হাওর এলাকায় কাঙ্ক্ষিত পরিমাণে ধান কাটা সম্ভব হচ্ছে।
ঈদের পরে বিএনপি সরকার পতনের আন্দোলনের বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, তারা সব সময় হুঁশিয়ারি দেয়। তারা হরতাল করে অবরোধ করে কিন্তু জনগণ তাদের ডাকে সাড়া দেয়না। দেশে সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। মানুষ আওয়ামী লীগের সাথে আছে, তারা অতীতেও আন্দোলন করে সফল হয়নি ভবিষ্যতেও সফল হবেনা।
জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, ভুয়াপুর পোপালপুরের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, ঘাটাইলের সংসদ সদস্য আতাউর রহমান খান, নাগরপুর দেলদুয়ারের সংসদ সদস্য আহসানুল হক টিটুসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।