শনিবার, ২৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজ ২০২৪ সালে শেষ হবে : রেলমন্ত্রী
বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজ ২০২৪ সালে শেষ হবে : রেলমন্ত্রী
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণকাজ দ্রুতগতিতে চলছে। ইতোমধ্যেই ৪১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৪ সালেই এ সেতুটির নির্মাণকাজ শেষ করা হবে।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এমন আশাবাদ ব্যক্ত করেন।
পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন বলেন, চলতি বছরেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণকাজ শুরু হবে। ভারতীয় লাইন অব ক্রেডিটে এই এ প্রকল্পটির দরপত্রপ্রক্রিয়া চলছে। এ রেলপথ নির্মাণ হলে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সহজ হবে।
এ সময় সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের স্টেশন ও রেলওয়ে জংশন নির্মাণের নির্ধারিত স্থান এবং রায়পুর ও কালিয়া হরিপুরের দুটি স্টেশন পরিদর্শন করেন মন্ত্রী।
এ সময় তার সঙ্গে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।