শনিবার, ২৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » রোনালদোর ফেরার ম্যাচে হারল ম্যানইউ
রোনালদোর ফেরার ম্যাচে হারল ম্যানইউ
সন্তান হারানোয় লিভারপুলের বিপক্ষে ম্যাচে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের দলে ফিরেছেন তিনি। এ ম্যাচে রোনালদো গোল করলেও তার হেরেছে ৩-১ ব্যবধানে। তাতে চ্যাম্পিয়ন্স লিগের রাডার থেকে দূরেই সরে গেল রেড ডেভিলরা।
ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইয়ে শনিবার (২৩ এপ্রিল) এমিরেটস স্টেডিয়ামে রাফায়েল ভারানে ও আলেক্স টেলেসের ভুল বোঝাবুঝিতে ম্যানচেস্টার ইউনাইটেডের ডি বক্সের ভেতর বল পেয়ে যান বুকায়ো সাকা। ডান প্রান্ত থেকে বাঁ পায়ের শটে বল অপর প্রান্তে পাঠিয়ে দেন তিনি। সেখান থেকে ম্যাচের চতুর্থ মিনিটে লক্ষ্যভেদ করেন নুনো তাভারেজ।
টেলেস ৩২ মিনিটে সাকাকে ডি বক্সের ভেতর ফেলে দেন। তখন আর্সেনাল গোলও করেছিল, কিন্তু রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেখান থেকে ব্যবধান দিগুণ করেন প্রথম গোলের কারিগর সাকা। ২ মিনিট পরই তাভারেজ ও গ্যাব্রিয়েলের সামনে থেকে বল ছোবল মেরে নিয়ে গোলের দেখা পান রোনালদো।
রোনালদোর গোলের পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমাঞ্জা ম্যাটিকের হেড গিয়ে লাগে তাভারেজের হাতে। তাতে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি শট নেন রোনালদো সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ। আর্সেনাল গোলরক্ষক অ্যারন রামসডালে বাঁ দিকে ঝাপিয়ে পড়লেও ব্রুনোর শট ডান প্রান্তের পোস্টে লেগে বাইরে দিয়ে চলে যায়।
ম্যাচের ৭১ মিনিটে দুর্দান্ত এক গোল করেন গ্রানিত জাকা। মোহামেদ এলনেনের পাস থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ইউনাইটেডের জাল কাঁপান তিনি। এ জয়ের ফলে টটেনহ্যামকে এক ধাপ পেছনে ঠেলে চতুর্থ স্থানে উঠে এল আর্সেনাল। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে রোনালদোরা আছেন ষষ্ঠ স্থানে। টটেনহ্যাম ৫৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। টেবিলের প্রথম তিনটি স্থানে আছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি।