শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » রাজস্থানের সামনে আজ মুস্তাফিজের দিল্লি
রাজস্থানের সামনে আজ মুস্তাফিজের দিল্লি
করোনা এবার ছোবল দিয়েছে দিল্লির শিবিরে। দুই খেলোয়াড় ও কয়েকজন সাপোর্ট স্টাফ এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর ভেন্যু পরিবর্তন করে পাঞ্জাবের বিপক্ষে জয় পেয়েছে মুস্তাফিজের দিল্লি। তবে আজ কি মুস্তাফিজের দিল্লি পারবে ফর্মের তুঙ্গে থাকা রাজস্থানকে হারাতে।
আইপিএলের ৩৪তম ম্যাচে মুস্তাফিজুর রহমানের সাবেক দল রাজস্থান নামছে দিল্লির বিপক্ষে। শুক্রবার (২২ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুর হবে বাংলাদেশ সময় ৮টায়।
আইপিএল ইতিহাসে এখন পর্যন্ত ২৪ ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ও রাজস্থান। দুদলেরই জয় সমান ১২টি করে ম্যাচ। আজ দুই দলের ২৫তম ম্যাচে যে দলই জিতবে তারাই এগিয়ে যাবে।
চলতি আসরে এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে রাজস্থান। অন্যদিকে সমান ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে দিল্লি। আজকের ম্যাচে এক লাফে তিনে উঠে যাবে তারা।
দিল্লির পরিকল্পনা সাজাতে হবে জস বাটলার এবং চাহালকে নিয়ে। কারণ এই আসরে সবচেয়ে বেশি রান সংগ্রাহক ইংলিশ ব্যাটার বাটলার, আর সবচেয়ে বেশি উইকেট নিয়ে বেগুনি ক্যাপধারী চাহাল। অপরদিকে রাজস্থান চাইবে দিল্লির অজি ব্যাটার ডেভিড ওয়ার্নারকে দ্রুত তুলে নিতে। এ ছাড়াও অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুরদের দিকেও নজর রাখতে হবে রয়্যালস অধিনায়ক স্যামসনকে। দুই দলই নিজেদের শেষ ম্যাচে জয় পাওয়ায়, একাদশে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
দিল্লি ক্যাপিট্যালসের সম্ভাব্য একাদশ
পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, রিশাভ পান্ত (অধিনায়ক, উইকেটরক্ষক), ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান ও খলিল আহমেদ।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ
জস বাটলার, দেবদূত পাডিক্কাল, সানজু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, করুন নায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওভেদ ম্যাকয়, প্রাসিদ কৃষ্ণা ও ইয়ুজভেন্দ্র চাহাল।