শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » নারায়ণগঞ্জে ফিটনেসবিহীন গাড়ি চলাচলে প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » নারায়ণগঞ্জে ফিটনেসবিহীন গাড়ি চলাচলে প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা
১৭৩ বার পঠিত
শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারায়ণগঞ্জে ফিটনেসবিহীন গাড়ি চলাচলে প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা

---

ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে ফিটনেসবিহীন গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে রুট পারমিট, অবৈধ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরযান হালনাগাদ করার বিষয়ে পরিবহন মালিক ও চালকদের তাগিদ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিবহন মালিক, চালক ও চালকের সহযোগীদের নিয়ে আলোচনাসভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সকালে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এ ঈদযাত্রায় সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন কোনো গাড়ি যেন না নামানো হয় সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়। মেয়াদোত্তীর্ণ কাগজপত্র যেন অতিদ্রুত নবায়নের ব্যবস্থা করা হয় সে বিষয়ে পরিবহন মালিকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়।

এ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ চৌধুরী, বিআরটিএর সহকারী পরিচালক শামসুল কবীর, ট্রাফিক পুলিশের পরিদর্শক আবদুল করিম, জেলা মিনিবাস মালিক ঐক্যজোটের সভাপতি দিদারুল ইসলাম, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শামসুজ্জামান। সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিআরটিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম।

সভায় ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রী বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের ঈদযাত্রা নিরাপদ এবং হয়রানি মুক্ত নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে ঈদের আগ মুহূর্তে সড়ক মহাসড়কগুলোতে ফিটনেসবিহীন গাড়ি না নামানো, মেয়াদোত্তীর্ণ কাগজপত্র অতিদ্রুত নবায়নের ব্যবস্থা, রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং না করা এবং অতিরিক্ত যাত্রীবহন ও অবৈধ ওভারটেকিং না করার বিষয়ে গাড়িচালক ও মালিক সমিতিকে নির্দেশনা প্রদান করা হয়।

ভার্চুয়ালি বক্তব্যে বিআরটিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, যানজট সমস্যা এবং মোটরযান সংক্রান্ত অন্যান্য সমস্যা সমাধানে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে এবং সবারই একই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে যেতে হবে।

জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ড্রাইভার এবং হেলপারদের প্রশিক্ষণের জন্য কোনো অত্যাধুনিক ট্রেনিং সেন্টার বা টেকনোলজির প্রয়োজন নেই। প্রয়োজন নিয়মিত কর্মশালা আয়োজন করা। তিনি মালিক সমিতিদের নিয়মিতভাবে গাড়িচালক ও তাদের সহযোগীদের প্রশিক্ষণ প্রদানের জন্য অনুরোধ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ পরিবহনচালকদের প্রতিযোগিতামূলক মানসিকতা পরিহার করে সুচিন্তিতভাবে ঠাণ্ডা মাথায় ড্রাইভিং করার নির্দেশনা দেন।

তিনি বলেন, আমরা যদি সঠিক কাগজপত্রযুক্ত গাড়িগুলোতে স্টিকার লাগাই এবং ফিটনেস ও কাগজপত্রবিহীন গাড়িগুলোকে নারায়ণগঞ্জ জেলায় প্রবেশ করতে না দেই তাহলে রাস্তায় শৃঙ্খলা ফিরে আসবে।

এ ছাড়া তিনি সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত এবং অন্যান্য সড়কগুলোতে বাসস্ট্যান্ড নির্ধারিত করা, অবৈধ ইজিবাইক ও যানবাহন সড়কে চলতে না দেওয়া, রুট পারমিট প্রদানের ক্ষেত্রে বিবেচ্য শর্তাবলি নির্ধারণসহ আরও অন্যান্য বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

পরিবহন মালিক সমিতি ও শ্রমিক প্রতিনিধিরা এই ধরনের সভায় দুই বা তিন মাস অন্তর আয়োজনের দাবি জানান। সবার ঈদযাত্রা নিরাপদ রাখতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সড়কে তৎপর থাকবে বলে আশ্বস্ত করেন ট্রাফিক পুলিশ পরিদর্শক আবদুল করিম।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ