শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » টিকা না নিলে প্রতি সপ্তাহে করোনা পরীক্ষা - বাইডেন
টিকা না নিলে প্রতি সপ্তাহে করোনা পরীক্ষা - বাইডেন
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। কিন্তু সেদেশের বহু মানুষের মধ্যে করোনার টিকা নিতে অনাগ্রহ দেখা গিয়েছে। যার কারণে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন করোনার ভ্যাকসিন প্রয়োগের জন্য কঠোর নিয়ম ঘোষণা করেছেন। তিনি বৃহস্পতিবার এক ভাষণে বলেছেন যে, যেসব প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা ১০০ বা তার বেশি তাদের অবশ্যই করোনার টিকা নিতে হবে। তা না হলে ওই প্রতিষ্ঠানকে প্রতি সপ্তাহে তাদের কর্মীদের করোনা পরীক্ষা করাতে হবে।
জো বাইডেন বলেছেন, ‘এটা হতাশার যে, আমাদের হাতে করোনা নিয়ন্ত্রণের হাতিয়ার থাকা সত্ত্বেও আমরা সেটি গ্রহণ করছি না। অল্প সংখ্যক মানুষ আমাদের সফলতা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আর তাদের সমর্থন করছেন কিছু সংখ্যক নির্বাচিত কর্মকর্তা।’
বাইডেন ‘মহামারির রাজনীতি’কে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে টিকা নেয়ার যোগ্য এমন প্রায় ৮০ মিলিয়ন মানুষ এখনও টিকার প্রথম ডোজ গ্রহণ করেনি। আমাদের নতুন পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে ভ্যাকসিন না নেয়া মানুষের সংখ্যা কমানো।’
তিনি বলেন, ‘সরকারের শ্রম বিভাগ জরুরি নিয়ম তৈরি করছে। যেসব প্রতিষ্ঠানে ১০০ জন বা তার বেশি মানুষ একসাথে কাজ করে সেসব মানুষকে অবশ্যই করোনার টিকা নিতে হবে। তা না হলে প্রতি সপ্তাহে একবার করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ৮০ মিলিয়ন মানুষকে টিকার পূর্ণাঙ্গ ডোজ দেয়া।’