শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » হাইতিতে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » হাইতিতে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত
৩১১ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাইতিতে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

---

হাইতিতে বুধবার একটি বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
চিলির উপশহর ক্যারিফোরের পুলিশ প্রধান পিরে বেলামি সামেদি এএফপি’কে বলেন, বিমানটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় জ্যাকমাল শহরে যাচ্ছিল। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়।
তিনি বলেন, ‘আমি পাঁচটি লাশ পড়ে থাকতে দেখেছি। এ ছাড়া কমপক্ষে তিন জনকে আহতাবস্থায় দেখেছি। তারা বিমানে ছিলেন না।’
এর আগে তিনি পাইলট বেঁচে থাকার কথা জানালেও পরে পুলিশ জানায় যে এ বিমান দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে পাইলটও রয়েছেন।
খবরে বলা হয়, এ বিমান বিধ্বস্তের ঘটনায় এক মটরবাইক চালক নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। আহত সকলকে হাসপাতালে নেয়া হয়েছে।
সামেদি জানান, বিমানটি খাদ্য পণ্য বহন করা একটি ট্রাকে আঘাত হানে।
বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি টুইটার বার্তায় বলেন, ‘ক্যারিফোর শহরে রাস্তার ওপর একটি ছোট বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’
তিনি বলেন, ‘আমি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’



আর্কাইভ