বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » নিজেদের তৈরি ষষ্ঠ সাবমেরিন উদ্বোধন করলেন ভারত
নিজেদের তৈরি ষষ্ঠ সাবমেরিন উদ্বোধন করলেন ভারত
নিজেদের তৈরি ষষ্ঠ সাবমেরিন উদ্বোধন করেছে ভারত। বুধবার (২০ এপ্রিল) মুম্বাইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্সে এটি এ চালু করা হয়। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনা নৌবাহিনীকে মোকাবিলায় এ সাবমেরিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ভারতের
বুধবার ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয় প্রজেট সেভেন্টি ফাইভের ষষ্ঠ স্করপিন সাবমেরিন ভাগশির। এরমধ্য দিয়ে দেশটির নৌবাহিনী আরও শক্তিশালী হয়েছে বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
‘প্রজেক্ট-৭৫’ প্রকল্পের আওতায় ফরাসি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে উন্নত প্রযুক্তির মোট ছয়টি ডুবোজাহাজ বানানোর উদ্যোগ নেয় ভারত। এরইমধ্যে ওই প্রকল্পের পাঁচটি সাবমেরিন চালুর পর বুধবার ষষ্ঠ ও চূড়ান্ত সাবমেরিনটির উদ্বোধন করা হয়। মুম্বাইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে চালু করা হয় এ সাবমেরিন।
সাবমেরিন উদ্বোধনের সময় প্রতিরক্ষা সচিব অজয় কুমার বলেন, স্করপিন সাবমেরিনের উদ্বোধন ভারতের স্বনির্ভর হওয়ার উদাহরণ। এটা খুবই খুশির খবর যে আমরা অব্যাহতভাবে ছয়টি সাবমেরিন বানাতে সক্ষম হয়েছি।
বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনা নৌবাহিনীকে মোকাবিলায় এ সাবমেরিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা দেশটির সামরিক বিশেষজ্ঞদের।