শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ত্রাণ বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ত্রাণ বিতরণ
৩৩০ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ত্রাণ বিতরণ

---

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা ও বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে গুইমারা রিজিয়ন খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২০ এপ্রিল) গুইমারা রিজিয়নের শহীদ লে. মুশফিক অডিটোরিয়ামে রিজিয়নের পক্ষ থেকে দায়িত্বপূর্ণ এলাকার সাধারণ জনগণের ২৬০টি দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী ও ৩০ জন অসহায় ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়।

রিজিয়ন কমান্ডার, গুইমারা রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন এ সময় উপস্থিত থেকে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ ও আর্থিক অনুদান বিতরণ করেন।

এছাড়াও ঊর্ধ্বতন সামরিক অসামরিক অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার সকলের মধ্যে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক বজায় রাখতে নির্দেশনা দেন এবং ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



আর্কাইভ