শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ২০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » পাকিস্তানে নতুন সরকারের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » পাকিস্তানে নতুন সরকারের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব
৩০৯ বার পঠিত
বুধবার, ২০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানে নতুন সরকারের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব

---

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নতুন মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব। খবর ডনে’র। মঙ্গলবার (১৯ এপ্রিল) ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে শপথ নেয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নতুন মন্ত্রিসভা। এতে ৩৭ জন সদস্য রয়েছেন।

মরিয়ম আওরঙ্গজেব পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য এবং পাকিস্তান মুসলিম লীগ (এন) রাজনৈতিক দলের বর্তমান মুখপাত্র। তিনি ২০১৮ সালের এপ্রিল থেকে মে পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তথ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন মরিয়ম। সেখানে তিনি বলেন, জনগণের মত প্রকাশের স্বাধীনতার সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ন করবে এমন কোনো আইন প্রণয়ন করা হবে না।

এর আগে রোববার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বেলুচিস্তান আওয়ামি পার্টি (বিএপি) এবং বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে পাকিস্তানের নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) রাজনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। মন্ত্রিসভায় ৩১ জন ফেডারেল মন্ত্রী, তিনজন রাজ্যমন্ত্রী ও তিনজন উপদেষ্টা রয়েছেন।

এদিকে মন্ত্রিসভা গঠন নিয়ে এবং নতুন মন্ত্রীদের শপথ নিয়ে নানা নাটকীয়তার মধ্যেই জম্মু-কাশ্মীর সমস্যা সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। উভয় দেশের শান্তির জন্যই বিরোধ নিরসন হওয়া দরকার বলে জানান শাহবাজ। যদিও বিষয়টি নিয়ে এখনো কিছু জানায়নি দিল্লি।



আর্কাইভ